ঘুড়ি আমার ভীষণ প্রিয়
নয় ওড়াবার সাধে।
ছোট্ট এক ইচ্ছেখেলা ,
খেলছি ঘুড়ির সাথে।
সেই সে খেলা আজো খেলি।
লিখি ঘুড়ির পাতায়।
এক বিকেলে ঘুড়ি যদি ,
তোমার দেখা পায়।
লাল,নীল ওই ঘুড়ির পাতায়
অজস্রবার লেখা.......
রঙিন হয়ে আকাশ তোমার
সামলে নেবো একা।
তোমার আকাশ কতো দূরে ?
কতো বল রঙিন ?
আর কতকাল উড়লে হব
তোমার মাঝে বিলীন ?
আজ হাতে মোর একটি ঘুড়ি।
দৃষ্টি তোমার পানে।
আকাশ কে আর দেবনাতো
আনবো তোমায় টেনে।
আর কতকাল ছবি হয়ে
থাকবে তুমি মা 'গো ?
এমন করে ডাকি তবু
নীরব কেনো থাকো ?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন