মঙ্গলবার, ৬ মে, ২০১৪

নীল অপরাজিতা





কচি কুঁড়ির মিষ্টি সবুজ রঙ দেখেছো ?
অন্যরকম।
তোমায় আমার অমন ভালো লাগে।

প্রবারণার জোসনা দেখেছো ?
প্রতিরাতের চাঁদে অমন জোসনা হয়না কিন্তু।
কি অপরূপ রুপোলি আকাশ তখন।
দেখেছো ?
তোমায় আমার অমন ভালো লাগে।

কাঠফাটা রোদ্দুরে, শান্ত দীঘির জলে হঠাত ঝাঁপিয়ে পড়া ?
দেখেছো ?
দেখেছো কি সেই দীঘিস্নান?
তোমায় অমন প্রশান্তির মতন দেখতে।
জানো ?
তোমায় আমার অমন ভালো লাগে।

নীল অপরাজিতা।
তুচ্ছ একটি ফুল।
হউক।
তবুতো স্পর্শের ভেতরে।
আমি তোমার মাঝে অপরাজিতার নীল দেখতে চাই।
আর কোনো ভালো লাগা নয়।
সত্যি বলছি ------
আমি কেবলমাত্র ওই তুচ্ছ অপরাজিতার অদ্ভুত নীল দেখতে চাই
অথচ 
তুমি বারেবারে কেবলই দূর আকাশের নীল হয়ে যাও।
কখনো কাঁদাও ।
কখনো কেমন অস্থির করে তোলো।
খুব কাছে থেকেও স্পর্শের বাইরে থাকা
কেমন যেনো নীল কষ্ট।
অপরাজিতা ,
তুমি কি নীল কষ্ট বোঝ ?






1 টি মন্তব্য: