বৃহস্পতিবার, ৮ মে, ২০১৪

দোষ দিওনা








যান্ত্রিক এই শহরে এখনো ঠিকই
গাছে গাছে আগুন ধরে।

পাগল করা সবুজের ভিড়ে
কৃষ্ণচুড়ার অদ্ভুত লাল রঙ
এখনো হৃদয় কাঁপায়।
আমার চলার পথে এখনো শুয়ে থাকে মিষ্টি বকুল।
আমি চিত্কার করে বলি , "দেখো ,দেখো ,তোমার বকুল "
আমি জানতেই পাইনি কবে কখন
তোমার দুচোখ শান্তি খুঁজে চলেছে
অট্টালিকায়।
ওই বকুলের মালা যদি হয় আজ অন্য কারো ,
দোষ দিওনা আমায়।

কেও একজন তোমার অপেক্ষায় থাকে।
কবে কখন তোমার দুচোখ বলবে :"এতো সুন্দর কেনো তুমি?
যেন বৃষ্টির মতন
যেন গোধুলির মতন
যেন চাঁপার বরণ
যেন কামিনীর গন্ধ
যেন বাঘিনীর বন্যতা
যেন জোয়ারের উচ্ছ্বাস "
ওই বুনো আমায় যদি শান্ত করে কেও
দোষ দিওনা আমায়।

কেও একজন তোমার অপেক্ষায় থাকে।
ভালোবেসে দুয়ার খুলবে বলে।
সারাবেলার অজস্র সঞ্চিত শব্দ
হৃত্পিণ্ড ভারী করে তোলে ,
ঠোঁটের আলিঙ্গনে ওই শব্দ যদি খুঁজে পায় আর কোনো পথ
দোষ দিওনা। 

দোষ দিওনা আমায়।
যদি হারাও কোনোদিন।
ভালবাসা দিতে গিয়ে হেরেছে কখনো কেও ?

প্রতিদিন ,প্রতিরাত।
এ এক অদ্ভুত হেরে যাওয়া।
খুব বেশি ভালবাসতে চেয়ে হেরে যাওয়া।

কামিনীর পাগল পাগল সুবাস আমিতো কেবল তোমার জন্যেই রেখেছিলাম।
কৃষ্ণচুড়ার রঙিন পথে আমিতো কেবল তোমার হাত ধরেই হাঁট তে চেয়েছিলাম।






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন