আমার খুব প্রিয় বইটা।মন খারাপ হলেই পড়ি। রবি ঠাকুরের "রাজা।"আশ্চর্য ,আজ আমার বইটা পড়তে ভালো লাগছেনা। আমি খুব কষ্ট করে কেবল একপাতা পড়তে পারলাম।প্রথম শুরুর কটা লাইন আমার মুখস্থ। এতবার পড়েছি এই জীবনে।যখনি মনে হয় কোথাও কোনো আলো নেই তখনি এই বইটা নিয়ে বসি।বারবার ওই শুরুর লাইন গুলো পড়ি। ........
"আলো কই ?এ ঘরে কি একদিন ও আলো জ্বলবেনা ?"
"রানীমা ,তোমার ঘরে ঘরেই তো আলো জ্বলছে -তার থেকে সরে আসবার জন্যে কি একটা ঘরেও অন্ধকার রাখবেনা?"
এই লাইন দুটো পড়লেই মনে হয় আলো কে ঠিকঠাক চেনার জন্যে অন্ধকার ছাড়া গতি নেই।
কিন্তু আজ আমার এই বইটাও ভালো লাগছেনা।আমি পণ করেছি আমি সুস্থির থাকবো। আমি পারছিনা।আমি সকাল থেকে অনেকের সাথে ফোন এ কথা বলার চেষ্টা করেছি। সবচেয়ে বেশি চেষ্টা করেছি শিশু দের সাথে কথা বলে সময় টা সুন্দর করতে। এই কাজটাও আমার খুব পছন্দের। কিন্তু আশ্চর্য ,আমি পারছিনা। আমার সবচেয়ে ভালো লাগার কাজ টাও ভালো লাগছেনা।
এরই মাঝে ঝুম বৃষ্টি নামলো হঠাত। ছুটে গেলাম বারান্দায়। আহা ,আমার গাছ গুলো। ভিজে কি অপূর্ব লাগছে দেখতে। ছুঁতে প্রাণ চাইছেনা কেনো ?গানের তালিকায় সবকটা ভালোলাগার গান পরপর সাজানো যেনো কখনো আগাতে বা পেছাতে না হয়।আমার সারাক্ষণের উদ্বেগ কিছুতেই যেনো না হারায় ওই সংগ্রহ। ওগুলো যে আমার বৃষ্টির সময়ের ও গান আবার ভীষণ তপ্ত রৌদ্রের অসময়ের ও গান। ওগুলো যে আমার সকল সময়- অসময়ের গান।এই অপরূপ বৃষ্টিতেও গান গুলো অসহ্য লাগছে।
আমার কিছু ভালো লাগছেনা।আমি বুঝতে পারছি আমার আর কিছু ভালো লাগবেনা।আমার সময় চুরি হয়ে গেছে। আমি বুঝতে পারিনি।আমি চাইলেই তোমার নম্বর টাতে ডায়াল করতে পারি। কিন্তু আমার একটা বার জিত তে ইচ্ছে করছে। আমিতো প্রতিবার হার মেনে তোমার কাছে যাই।আমার এবার একটু অহংকারী হতে ইচ্ছে করছে। আমার প্রাণ চাইছে তুমি একবার আমাকে ডাকো।একবার তুমিকি পারোনা আমায় জিতিয়ে দিতে?
জেতা কিংবা হারা এ বড়ো শক্ত খেলা
উত্তরমুছুনজানে যারা, কাদে তারা, অহেতুক ভাসায় ভেলা------
কেউ তবে হার মানে না, জিততে গেলে বাধ সাধে না,
হারিয়ে গেলে, নিজেও হারায়, অন্ধকারে কাটায় জীবন ভর।
হার জিতের অংক কিন্তু ভিষন ভয়ংকর।
শুভকামনা। খুব ভাল লিখলেন।