শনিবার, ১০ মে, ২০১৪

বকুল







অনেক ভালোবাসলে মানুষ নাকি পাখি হয়ে যায়।
তুই উড়বি আমার সাথে ?

চোখের ভিতর মন ঢুকলে মানুষ নাকি প্রজাপতি হয়।
তুই ঘুরবি রঙিন হয়ে ?

হাতের পরে হাত রাখলে মানুষ নাকি নাটাই খুঁজে পায়।
তুই ঘুড়ি হবি আমার ?

নিশ্বাসে বিশ্বাস জমা হলে মানুষ নাকি ফুল হয়।
তুই হবি আমার বকুল ?

পায়ের সাথে পা মেলালে মানুষ নাকি গাছ হয়ে যায়।
তুইকি আমার গায়ের কাছে একটা বিশাল বৃক্ষ হবি ?
আমিও বকুল ,তুইও বকুল,
পাশাপাশি গন্ধে আকুল,
গায়ের সাথে গা মিলিয়ে,
পায়ের সাথে পা মিলিয়ে,
শেকড় যাবে অনেক দূরে,
থাকবি  সারাজীবন ধরে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন