শনিবার, ২৪ মে, ২০১৪

তোর্ সবকিছু কেবল আমার


দেখ দেখ ফাজলামির  একটা সীমা থাকা দরকার ,
উজবুক ,অসভ্য কোথাকার,এই কি দেখছিস ?
মেয়ে দেখিসনি আর ?
পুতুল ,তুই হাসছিস কেনো ?
মারবো এক চড়।
কেমন ক্যাবলার মতোন দেখছে তোকে। অদ্ভুত।
তুই আবার হাসছিস ?
তুই কি রে ?
এক্ষুনি পড়বি রিক্সা থেকে।
উফ ,এই মেয়েটাকে আর কতো সামলাবো আমি ?

এই ,এই তুই আবার আমার কোমর জড়িয়ে ধরলি ?
ছাড় ,ছাড় বলছি।
লাফ দেবো একেবারে।

দে না ,লাফিয়ে দেখ।
পারিস কিনা ?
হাসতে হাসতে গড়িয়ে পড়বেন তিনি
আর আমি একটু জড়িয়ে ধরলেই দোষ।

পুতুল ,তোকে নিয়ে আর রিক্সায় ঘুরতে বেরুবোনা আমি
মাথায় রক্ত চেপে যায়।
হাসছিস কেনো ?
দেখ,মেজাজ টা বিগড়ে আছে এমনিতেই।
আর বিরক্ত করবিনা আমাকে।

আচ্ছা ?তুই এমন কেনোরে ?
তোর্ জন্যে তবে রাস্তায় কারফিউ জারী হওয়া উচিত।
প্রতিবার কারুর না কারুর সাথে মারামারি করছিস ?
একটা কাজ কর।
একটা সুন্দর বাক্স বানিয়ে নে।
ওখানে পুতুল কে বন্দী করে রেখে দে।

খুব একটা ভুল বলিসনি কিন্তু।
আমি তোকে খুন ও করে ফেলতে পারি।
তোর্ সবকিছু কেবল আমার।
কেবল আমারই  দেখবার পুতুল।

1 টি মন্তব্য:

  1. খুব সুন্দর ছিপ ছিপে লিখাখানি। আপনার সবকটা লিখাই, বেশ একটা ভিন্ন মাত্রার সুবাস দিয়ে যায়।

    উত্তরমুছুন