আমি চেয়েছিলাম আমাকে দেখার পর তোমার চোখ দুটো নষ্ট হয়ে যাক।
আমি চেয়েছিলাম আমি ,কেবল আমি একাই তোমার কাছে
পৃথিবীর সবচেয়ে বিশাল সৌন্দর্যের একটাই উপমা হয়ে থাকি।
আমি চেয়েছিলাম আমিই কেবল তোমার বাগানের একমাত্র সুন্দর আমাজন লিলি হই।
অন্য কোনো ফুল যেনো ওই সৌন্দর্যের সীমা পরিসীমা ও স্পর্শ করতে না পারে।
আমি চেয়েছিলাম একটামাত্র সবুজ টিয়াপাখি তোমার হৃদয় পিঞ্জরে বন্দী থাকুক।
বাকি সমস্ত পাখিরা কেবল ওই পিঞ্জরের বাইরে ডানা ঝাপটে মরুক।
আমি তোমার কাছে খুব দুর্লভ রংধনু হতে চেয়েছিলাম।
যেনো আমাকে দেখার পর আর কোনো রং তোমার ভালো না লাগে ,
সে হউক গোধুলী অথবা ভোরের আকাশ।
ওই রংধনু দেখার পর যদি তুমি দুচোখ হারাতে বেশ হতো।
আসলে আমি চেয়েছিলাম আমি ছাড়া
পৃথিবীর আর কোনো সৌন্দর্যের সন্ধান তুমি না পাও।
তাই তোমাকে দেখার পর আমার কেবল একটাই সাধ জেগেছিলো -----তুমি অন্ধ হয়ে যাও।
আমার শরীরের প্রতিটি রক্তবিন্দু তে ঈর্ষার ঝড় বয়ে যায় ,
যখন তোমার চোখের মনির উথাল পাথাল দেখি,
অন্য কোনো সৌন্দর্যের কামনায়।
আচ্ছা ,অভিশাপে তো জানি অনেক কিছু হয়।
ভালোবেসে চাইলে হয়না ?
তোমার চোখের এতো নাচন
তবু আমার কেনো তোমায় ছেড়ে
কোত্থাও যাওয়া হয়না ?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন