একটা যন্ত্রের জ্বলে ওঠার অপেক্ষায় আছি
কখন আসবে চিঠি
কখন বলবে,আমি আছি।
চিঠির ভিতর সংসার
দেখেছে কখনো কেউ ?
চিঠিই আমায় দোলায়
ওই চিঠির ভিতর ঢেউ।
যন্ত্র থেকে একটা শব্দের অপেক্ষায় আছি
যদিও এখন রাত
আমার জন্যে প্রভাত।
কত যে নাম তোমার
কত রঙিন তোমার বরণ
আমার কাছে তুমি
শুধু বেঁচে থাকার কারণ।
আমি কেবল একটা আলোর অপেক্ষায় আছি
কখন জ্বলবে আলো
কখন বলবে ভালো আছি।
কখন আসবে চিঠি
কখন বলবে,আমি আছি।
চিঠির ভিতর সংসার
দেখেছে কখনো কেউ ?
চিঠিই আমায় দোলায়
ওই চিঠির ভিতর ঢেউ।
যন্ত্র থেকে একটা শব্দের অপেক্ষায় আছি
যদিও এখন রাত
আমার জন্যে প্রভাত।
কত যে নাম তোমার
কত রঙিন তোমার বরণ
আমার কাছে তুমি
শুধু বেঁচে থাকার কারণ।
আমি কেবল একটা আলোর অপেক্ষায় আছি
কখন জ্বলবে আলো
কখন বলবে ভালো আছি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন