সূর্যোদয় হলো।
একটা দুটো পাখির কিচিমিচি
আর ডানার ঝাপটানি।
কাছের আজান শেষ হয়ে কবে
মিলিয়ে গেছে দুরের আজান ও।
কি অদ্ভুত !
একটু আগেও মাঝরাত ছিলো।
শা শা করে হুটহাট রাতের গাড়ী,
পাহারাদারের হুইসেল ,
রাস্তার কুকুরের ডাক ,
আরো কত সহস্র নীরব শব্দের ভিতর
সরব শব্দের আর্তনাদ।
কি অদ্ভুত !
একট আগেই না রাতের খাবারের প্লেটে
তর্জনীর নকশা কাটছিলাম ?
তার একটু আগেইকি
সূর্য ডোবা দেখা হলো ?
অনেক নিভৃতে তোর্ সাথে ?
ভারী অদ্ভুত!
এমনি করেই দিন যায়কি ?
এমনি করেই রাত ?
তুই চলে যাবি জেনেও কেন
ধরেছিলাম হাত ?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন