বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০১৪

মিষ্টি মেয়ে









তখনও ফুল ফোটেনি

ওড়েনি তুলোর ঝাঁপি ।
তখনও ঢাক বাজেনি
অস্থির সুরে কাঁপি।

ওখানে একটি মেয়ে
হঠাত দেখি একা।
খুঁজছে পেঁজা তুলো
যেন মেঘের ঢঙে আঁকা।

বুঝতে পাইনি কখন
অনেক কাজের ভীড়ে
শরত এসেছে একা
যান্ত্রিক এই শহরে।

শুদ্ধ মিষ্টি মেয়ে
তুমি কেমন করে হাসো ?
অস্থির এই ধরায়
প্রানের জোয়ারে ভাসো ?

ওই একাকী কাশবনে
মেয়ে,আমায় তুমি নেবে ?
নাইবা থাকুক ফুল
কেবল ছোঁয়া টুকু দেবে ?



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন