মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০১৪

নার্সিশাস



পাহাড়ের নির্জনতায় থাকতে থাকতে কোনো একটা সময় সমুদ্রের গর্জনের কাছে ফিরে আসতে ইচ্ছে করে।বৃষ্টির সৌন্দর্য্য, বৃষ্টির বাহুল্যে একসময় অভিশাপের মতন মনে হয়।জলের তরে জীবন আবার জলের বাহুল্যই জলোচ্ছাস।
সব ভালবাসাই অদ্ভুত করে আপেক্ষিক। শুধুমাত্র নিজেকে ভালোবাসার কোনো শেষ নেই। কোনো পরিমিতি নেই।মানুষ নিজে ভালো থাকার জন্যে যাকে যাকে প্রয়োজন ভালবাসে।সবার আগে মানুষ আসলে নিজেকেই ভালবাসে। প্রত্যেকটা মানুষ নিজের মতন করে নার্সিশাস হতে চায়।সেই কবে কোনকালে নার্সিশাস জলের মাঝে নিজের রূপে মুগ্ধ হয়েছিল।অতঃপর নিজের অপরূপ প্রতিবিম্বের কাছে আত্মবিসর্জন। কি অদ্ভুত।পুরাণ কথা কাহিনী গুলো কি ভেবে, কতটা ভেবে লেখা ?নার্সিশাস আজীবন ফিরে ফিরে আসবে।এত বছর আগেও কি করে মানুষ জানতো ?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন