এক জন্মান্ধের সাথে পুরোটা জীবন,
ভালই ছিলাম তো
সে দেখেনি আমার অপরূপ রূপের বাহার
বোঝেনি কি করে ছেনে নিতে হয় ওই রূপ
বোঝেনি,
বোঝেনি কখনো আমায়।
বোঝেনি পূর্নিমা রাতে ভালবাসি শব্দের ব্যবহার
বোঝেনি বর্ষা
বোঝেনি ফাগুন।
বোঝেনি কখন
লেগেছে আগুন।
শত পূর্নিমা বড় অযত্নে হারিয়ে গেছে।
হারিয়ে গেছে বৃষ্টি আমার কুচকুচে কালো বর্ষাতির আলিঙ্গনে
হারিয়ে গেছে
হারিয়ে গেছে সব
বড় বেশি অবহেলায়,অযত্নে।
সম্বলে এখন কেবল দুটো রং
সাদা আর কালো
কারণ
আমি এখন কেবল স্বপ্নের ভিতর থাকি
স্বপ্নের যে আর কোনো রং নেই।
সম্বলে এখন কেবল দুটো রং
উত্তরমুছুনসাদা আর কালো
কারণ
আমি এখন কেবল স্বপ্নের ভিতর থাকি
স্বপ্নের যে আর কোনো রং নেই। -- kicchhu bolar nei ..