সোমবার, ৪ আগস্ট, ২০১৪

সমুদ্রের ভালবাসা




waves sky beach

তোমায় আমি সমুদ্রের ভালবাসা দিতে চেয়েছিলাম।
তুমি খুঁজে নিলে এক ফোঁটা বৃষ্টি।
এখন কেঁদে কি লাভ বল ?

সবুজ সবুজ সুন্দরবন দেবো ভেবেছি।
নিলে কাঁটা ভরা একটা মোটে ক্যাকটাস।
এখন ব্যাথা পেয়ে কি লাভ বল ?

চেয়েছি দিতে অনেক কষ্টে শেখানো কথা বলা ময়না।
সারাবেলা বলবে "ভালবাসি".
তুমি চেয়ে নিলে ছটফটে ,চঞ্চল মুনিয়া।
পোষ না মানলে আমার কি করা ?

আমি তোমায় শান্ত দীঘি দেবো ভেবেছিলাম।
তুমি হরিণী ঝরনা চেয়ে নিলে।
ঝরনার জলতো দূর দুরান্তরে হারাবেই।

আমি তোমায় মাতাল করা ,দীর্ঘায়ু বকুলের মালা দিতে চেয়েছিলাম।
তুমি কামিনীর পাগল সুবাস নিয়েছো।
রাত ফুরোলে সেতো গন্ধ হারাবেই।

তারায় ভরা আকাশ ছেড়ে পূর্নিমার বায়না ধরেছো।
সব রাতের চাঁদে কি আর অমন ভালো জোস্না পাবে ?
তুমি নিজেই যদি হারাও সবই
আমার কি আর করার তবে?

1 টি মন্তব্য: