মঙ্গলবার, ১ এপ্রিল, ২০১৪

আমার তবু ভালো লাগে



চোখের জলে বিবর্ণ হয়
এক একটি অক্ষর
আমার তবু ভালো লাগে।

ভাঁজে ভাঁজে বাদামী রঙের ছোঁয়া
খুলতে গেলেই ছিঁড়ে যায়।
আমার তবু ভালো লাগে।

ডাকপিয়নের অপেক্ষায়
দিনের পর দিন।
আমার তবু ভালো লাগে।

ডাকপিয়নের অসুখ ?
সে খবরও আসেনা।
আমার তবু ভালো লাগে।

মরুভূমি চোখ
অন্ধ হয়ে পড়ছি কি ?
আমার তবু ভালো লাগে।

তোমার চিঠির অপেক্ষা।
একেকটা দুঃসহ কষ্ট,
মধুর লাগে।
আমার আসলে অপেক্ষা ভালো লাগে।


এই অপেক্ষা আমায় অন্ধ করে দেবে
আমার তবু ভালো লাগে
আমার তবু ভালো লাগে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন