সোমবার, ২৮ এপ্রিল, ২০১৪

স্বপ্নেতে নয়

ডাকছো কেনো ?
জানতে কি চাও ?
একলা  আমি নাকি?
একলাতো নই।
আমার আছে
ছোট্ট ময়না পাখি।

শুধাও কেনো ?
জানি নাকি ?
আকাশ কত্ত বড় ?
ওই বারান্দাতেই আকাশ আমার
তত্তখানি বড়।

গাছের সাথে কি কথা কই ,
জানতে হবেই তোমার ?
ওই গাছটাওতো একলা একা
দুঃখ জানে আমার।

আমার কিসে সময় কাটে
বলব কেনো তোমায় ?
একটা ছোট্ট ছুটির দিনের
ক্লান্ত প্রতিক্ষায়।

আমিতো নই ময়না পাখি
একলা খাঁচার ভিতর
তবু কেনো চারধারেতে
ইট,কাঠ আর পাথর ?

এমন একটা সময় আমায়
দিতে পারো নাকি ?
মা ও আছে ,বাবাও আছে।
কেও দেয়নি ফাঁকি ?

চুপটি করে আমায় ঘুমে
অফিস যাবেনাকো।
স্বপ্নেতে নয় সত্যি মাগো
আমার পাশে থাকো।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন