আজ এপ্রিলের এক তারিখ। এই দিনটা নিয়ে আমার খুব মধুর স্মৃতি আছে।স্মৃতিরা প্রথমে মধুর থাকে। তারপর কেমন করে যেনো বড় যন্ত্রনার হয়ে যায়।
এপ্রিল ফুল নিয়ে অনেক গল্প চালু আছে।ওসব নিয়ে খুব একটা ভাবতামনা। কিন্তু ওই দিনটার জন্যে বেশ একটা অপেক্ষা করতাম। মা কে জ্বালানোর অপেক্ষা।তখন মোবাইল ফোন ছিলোনা। ল্যান্ডলাইন ছিলো আমাদের।শূন্য অথবা এক কি যেন একটা নম্বর এ ফোন করলে ফোন টা রিং হবার মতো শব্দ হতো। মা চেঁচিয়ে বলতো :"ফোন টা ধরতো। "
আমিতো ওই সুযোগেরই অপেক্ষায়। ফোন ধরতাম। তারপর আমি নিজেই চেঁচিয়ে মা কে ডেকে বলতাম :"মা ,মেজোখালা ফোন করেছে। "
মা প্রায় ছুটে আসতো। ফোন ধরতো।ওপার থেকে কোনো শব্দ নেই। মায়ের সেকি চেহারা। আর আমরা সব ভাই বোন হাসতে হাসতে................
মা এর সেকি রাগ।আমরা তবু হাসতাম।
কি অদ্ভুত। প্রতি বছর এই তারিখ টা আসবে। এই মধুর স্মৃতি আসবে। আর কাঁদাবে। কেবলই কাঁদাবে।
এপ্রিল ফুল নিয়ে অনেক গল্প চালু আছে।ওসব নিয়ে খুব একটা ভাবতামনা। কিন্তু ওই দিনটার জন্যে বেশ একটা অপেক্ষা করতাম। মা কে জ্বালানোর অপেক্ষা।তখন মোবাইল ফোন ছিলোনা। ল্যান্ডলাইন ছিলো আমাদের।শূন্য অথবা এক কি যেন একটা নম্বর এ ফোন করলে ফোন টা রিং হবার মতো শব্দ হতো। মা চেঁচিয়ে বলতো :"ফোন টা ধরতো। "
আমিতো ওই সুযোগেরই অপেক্ষায়। ফোন ধরতাম। তারপর আমি নিজেই চেঁচিয়ে মা কে ডেকে বলতাম :"মা ,মেজোখালা ফোন করেছে। "
মা প্রায় ছুটে আসতো। ফোন ধরতো।ওপার থেকে কোনো শব্দ নেই। মায়ের সেকি চেহারা। আর আমরা সব ভাই বোন হাসতে হাসতে................
মা এর সেকি রাগ।আমরা তবু হাসতাম।
কি অদ্ভুত। প্রতি বছর এই তারিখ টা আসবে। এই মধুর স্মৃতি আসবে। আর কাঁদাবে। কেবলই কাঁদাবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন