রবিবার, ১৩ এপ্রিল, ২০১৪

মানুষ ২



আমি গাড়িতে বসে ছিলাম।শীতাতপ নিয়ন্ত্রিত গাড়ি। চৈত্রের খরতাপের কিছুই আমার গায়ে এসে লাগছেনা। কিন্তু বাইরে ভয়াবহ যানজট বেঁধে আছে। ছাড়ছেইনা। অনেকটা সময় কেটে গেলো এভাবেই। তেমন তাড়া ছিলোনা তবু কেমন অস্থির লাগছিলো।এতটা সময় গাড়িতে বসে আছি। হঠাত দেখি একজন মাঝ বয়স্ক মানুষ কোথা থেকে যেন এলেন।এসেই রাস্তায় জমে থাকা গাড়ির চালক দের নির্দেশ দিতে শুরু করলেন। ধীরে ধীরে জট খুলতে লাগলো।
আমি কেমন মুগ্ধ হয়ে দেখছিলাম। আর আমার কেবলই মনে হচ্ছিলো এভাবেই কি লিডারশিপ তৈরী হয় ?এভাবেই কি একজন কে উঠে আসতে হয় ?বাঁধা -বিপত্তি এড়িয়ে ,রৌদ্রের খরতাপ কে উপেক্ষা করে ,বৃষ্টির ছাতা কে প্রয়োজন না ভেবে ?এভাবেই কি কেও কেও উঠে আসে ?আর আমাদের জট গুলো খুলে দিয়ে যায় ?
আচ্ছা ?ওরা কি কিছু পায় অবশেষে ?সাময়িক আমার মুগ্ধ চেয়ে দেখা ,সুযোগ নেয়া ,এইটুকু কৃতজ্ঞতা ছাড়া এই নির্ভীক মানুষ গুলোর জন্য আমরা কি জমা রাখি ?
ব্যাতিক্রম সবখানেই আছে। আমি ব্যাতিক্রম সৌভাগ্যবান কারোর কথা বলছিনা। আমার কেবল প্রশ্ন, যাদের সাহসী পদক্ষেপে আমরা জাগরিত হয়ে উঠি ,আমরা অর্জন করে নিই আমাদের পার্থিব সুখ, ওই জাগরণের ডাক দেয়া সেই মানুষ গুলো শেষ পর্যন্ত কি পায় আমাদের কাছ থেকে ?
মানুষ এতো স্বার্থপর কেনো ?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন