বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০১৪

মানুষ


মানুষের কথা ,সংগ ,হাসি এমনকি মুখভঙ্গি পর্যন্ত অনেক সময় আরেকজন মানুষের পুরো দিনটাই অথবা কখনো কখনো পুরো জীবনটাই পাল্টে দিতে পারে।মানুষ বড় অদ্ভুত প্রাণী। এতো রূপের সমাহার পৃথিবীতে আর অন্য কোনো প্রাণীর নেই।ঘটনা হয়তো একই কিন্তু একেক মানুষের প্রতিক্রিয়া একেক রকম। সবাই সমান ভাবে প্রভাবিত হয়না। আর যতক্ষণ না আমার কোনো প্রতিক্রিয়া ঘটবে ততক্ষণ পর্যন্ত অন্যের লক্ষকোটি ক্রিয়াতেও কিছু আসে যায়না।কিন্তু অধিকাংশ মানুষই হয় বড় বেশি আবেগপ্রবণ।প্রতিক্রিয়া প্রায় মানুষেরই একটি সহজাত প্রবৃত্তি।
আমি খুব অদ্ভুত ভাবে লক্ষ্য করেছি যে আপন যোগ্যতায় সফলতার শীর্ষে ওঠা মানুষগুলো খুব বিনয়ী হন। অনেক সুযোগ থাকা সত্তেও নিজেকে জাহির করা অথবা অন্যকে হেয় করতে তাঁরা দ্বিধা বোধ করেন। এরকম মানুষ গুলোকে আমার বড় অসাধারণ লাগে। সময় কাটাতে ভালো লাগে এই মানুষগুলোর সাথে। খুঁজে খুঁজে এমন মানুষ বের করার চেষ্টায় থাকি। কিন্তু পৃথিবীতে এরকম মানুষের সংখ্যা এত কম কেন ?এটাও একটা বিস্ময়ের ব্যাপার।
কেনো যেনো খুব মনে হয় এই ছোট্ট জীবন টাতে সুখী হবার সবচেয়ে বড় উপায় হলো ,ভালোলাগা মানুষ গুলোর সাথে যতটা সম্ভব সময় কাটানো।খুব চেষ্টা করি। সবসময় পারিনা। কিন্তু আমার চরিত্রের একটা বৈশিষ্ট্য আমার ভীষণ প্রিয়। যাকে ভালো লাগেনা ,তাকে আমি খুব নিষ্ঠুর ভাবে আমার দৈনন্দিন জীবন থেকে ছেঁটে ফেলতে পারি।এই একটা জায়গায় স্বার্থপর হতে খুব ভালোবাসি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন