ঝুম বৃষ্টি।
এমন দেখিনি আর।
বাঁশবনের ফাঁকে ফাঁকে বয়ে চলা নদী ?
নাকি খরস্রোতা নদীর দুইধারে বাঁশবন?
স্রোতে অমন শ্রাবণধারা ,
আমি দেখিনি কোনোদিন।
খোঁপায় রক্তজবা গুঁজে দিয়ে মুগ্ধ তুমি।
ওই মুগ্ধতায় কবে কখন সমর্পণ।
জানিনা।
ওই বাঁশঝাড় জানে।
ওই আকাশ জানে।
ওই নদী জানে।
ওই ডিঙ্গি জানে।
আর জানে হঠাত উড়ে আসা সাদা পাখিটা।
অমন আঁধার কালো এলোকেশের বিনিময়ে
আমায় তুমি একটি রক্তজবা দিয়েছিলে।
ঘন সবুজ বাঁশঝাড়ে লুকোচুরি আলিঙ্গনের বিনিময়ে
আমায় তুমি একটি রক্তজবা দিয়েছিলে।
একলা একা ডিঙ্গিটার উত্তাল উথাল পাথালের বিনিময়ে
আমায় তুমি একটি রক্তজবা দিয়েছিলে।
সাদা বক পাখিটার হঠাত উড়ে আসা
বড্ড লজ্জার ছিলো।
ওই লাজরাঙা আমার বিনিময়ে
তুমি কেবল একটি রক্তজবা দিয়েছিলে।
কেন দিয়েছিলে ?
আমাদের প্রনয় ওই রক্তজবার মতন
বড় বেশী আপেক্ষিক ছিলো বলে ?
ওই একটাই ফুল দেখেছি আমি
খুব দ্রুত জীবন হারায়।
অনেক ভেবে ,অনেক বুঝে
তুমি আমায় একটি স্বল্পায়ু রক্তজবা দিয়েছিলে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন