নীমের ঘিয়ে রঙ ফুল গুলো ফুটতে শুরু করেছে।
যেনো পুরো গাছটায় টুকরো টুকরো জোছনা।
আমার বাড়ীর উঠোনে তারার মতন নীম ফুল।
কেনো তুচ্ছ ছিলো এতোদিন ?
আমি কি তবে জন্মান্ধ ছিলাম ?
আকাশ ভরে মেঘ করেছে ,
বৃষ্টি এসে ভিজিয়ে গেছে,
তারপরেতে রোদ হেসেছে ,
দৌঁড়ে গেছি ছাদের কাছে
রোদ লাগাবো শাড়ীর ভাঁজে।
বললি হেসে :"ওই দেখ রঙধনু।
দেখ , দেখ সাতরঙ্গা সেতু। "
আকাশ গড়েছে আমাদের সেতু আমায় আড়াল কোরে ?
কেনো দেখতে পাইনি ?
আমি কি তবে জন্মান্ধ ছিলাম ?
নীল অপরাজিতা
তুচ্ছ একটি ফুল।
এখন কেনো এত ভালো লাগে ?
গোলাপরানী,রজনী ভীড়ে
হারাই হাস্নাহেনাকে।
কি অপূর্ব ওই অদ্ভুত নীল ফুল !
কেনো দেখতে পাইনি ?
আমি কি তবে জন্মান্ধ ছিলাম ?
বিসর্জনে গোলাপী ওষ্ঠ
হারায় কখন রঙ?
তুই বলেছিস :ওষ্ঠরে তোর শিউলীর বোঁটা ,
পুতুল ,দেখেছিস সেই রঙ ?"
আমি দেখিনি।কেনো দেখিনি ?
আমি কি তবে জন্মান্ধ ছিলাম?
চোখের ভিতর আয়না থাকে
তুই এলোমেলো চুল ঠিক করে নিস ।
আমি বুঝিনি
কোনোদিন দেখতে পাইনি।
তোর চোখের ভিতর আমি
আমার চোখে তুই ।
কেনো দেখতে পাইনি ?
আমি ভেতর বাহির আয়না খুঁজেছি
দেখবো আমার রূপ
কেনো যে দেখিনি তোরই চোখে
লুকিয়ে আমার সুখ ?
আমি কি তবে জন্মান্ধ ছিলাম ?
নাকি কোনো এক জন্মান্ধের সাথে
আমিও দৃষ্টি বিসর্জন দিয়েছিলাম ???
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন