সোমবার, ১৪ এপ্রিল, ২০১৪

শুভ নববর্ষ

মনের হাত টা অনেক দীর্ঘ। যতটা ইচ্ছে ততটা বাড়িয়ে দেয়া যায়। কল্পনার রং ছড়িয়ে দেয়া যায় দূর থেকে সুদূরে। তোমার জানলায় এক চিলতে আকাশ। ওই আকাশ টাকে ভেবে নেয়া যায় বিস্তৃত বহুদূর। হয়তো অঝোর শ্রাবন পেলে ভিজতে পেলেনা। মনটা বাড়িয়ে ভিজে নিলে। 
তুমি ভেবে নিচ্ছো ,তুমি কল্পনা করে নিচ্ছো ,মিষ্টি মৃদু হাওয়া বইছে তোমার দুয়ারে অথচ হয়তো তখন কাঠফাটা রোদ্দুর বাইরে।হয়তো তুমি দেশ ছেড়ে চলে গেছো অনেক দূরে কোথাও। তোমার কেলেন্ডার এর পাতায় এসে গেছে ১৪ই এপ্রিল। তুমি একখানা লাল পাড় সাদা শাড়ি পড়লে আর কল্পনার জাল বিস্তৃত করে দিলে রমনার বটমূলে। তুমি নিশ্বাসে ওই চিরচেনা বট গাছটির গন্ধ পাচ্ছো। তুমি অনুভব করছো বৈশাখ ,হয়তো  তখন তোমার উঠোন ভরে উঠেছে ধবধবে সাদা বরফকুচিতে। তোমার মনের শক্তি কত ব্যাপক দেখ। এইতো আমরা সবাই জানি। মনের অনেক অনেক ক্ষমতা।
আচ্ছা,শরীরটা যদি বড় বেশি অসুস্থ হয়ে পড়ে তখনো মনটা অমন পাখির মতন থাকেকি ?শরীরের অঙ্গ প্রত্যঙ্গে দুঃসহ যন্ত্রণা নিয়ে মিষ্টি এই মধুমাস কে কতোটা নিমন্ত্রণ জানানো যায় ?মনের হাত টা তখন কতটা প্রসারিত করা যায়?শরীর যখন ভাঙ্গছে ব্যাথায় মন তখন কেমন করে ডানা মেলে দূর বহুদূরে আনন্দে ঘুরে বেড়ায় ?জানিনা। শরীর বড় ভীষণ কিছু। তোমার শরীর যখন প্রতারণা করবে  তখন মনপাখি কোন ফাঁকে কোন জানলা দিয়ে পালাবে তুমি টেরই  পাবেনা। কি বর্ষার উত্সব,কি মধুমাস ,কি নবান্নের পীঠেপুলি সব বড় অসহনীয় হয়ে ওঠে যে তখন।
বাঙালির বড় ভালবাসার আজকের এই দিন।আজ তোমাদের কোনো মন খারাপ কথা লিখবোনা। শুধু প্রত্যাশা রইলো দেশে প্রবাসে বন্ধুরা আমার,যারা যেখানেই আছো সুস্থ থাকো।
আর যত পারো তোমাদের সকল প্রিয় স্থান গুলোতে পদচিন্হ রেখে যাও। হয়তো একদিন ওই পদচিন্হ কারোর জন্যে বড় ভালবাসার হয়ে যাবে। যত পারো ভালবাসার মানুষ গুলোকে ভালোবেসে নাও ,নয়তো একদিন ঠিক ওই একই জায়গায় তুমি থাকবে কিন্তু থাকবেনা ওই ভালবাসার মায়াবী হাত।যেমন করে মা নেই। মায়ের ভালবাসার সেই শক্ত হাত টা  হারিয়ে ফেলেছি।
বেঁচে থাকাটাকে  সুন্দর কর বন্ধুরা আমার। জীবন একটাই।ফিরে যে আসেনা বারবার।
সবাই সুস্থ থাকো ,সুন্দর থাকো। .........শুভ নববর্ষ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন