শনিবার, ১৪ জুন, ২০১৪

তোর চলে যাওয়া








আমার সমুখ থেকে তুই  চলে যাস।

ধীরে মিলিয়ে যাস দূরে, বহুদূরে।
আমি কেমন অপলক চেয়ে থাকি।
আমি ভুলে যাই একটা ব্যাস্ততম রাস্তায় দাঁড়িয়ে আছি।
যে কোনো মুহুর্তে ঘটে যেতে পারে ভয়াবহ দুর্ঘটনা।
আমি সব ভুলে যাই।
তোর চলে যাওয়া দেখতে দেখতে
আমি কেমন সব ভুলে যাই।
আমার তখন কেবল মনে পড়ে
তোকে আমার ঠিকঠাক দেখা হয়নি।
আমার মনে পড়ে
অনেক কথা সাজিয়ে রেখেছিলাম 
বলা হয়নি।
বলা হয়নি :"তোর মুখের মতন আরেক খানা মুখ কেন খুঁজে পাইনাকো ?"
আরো  কি অদ্ভুত জানিসতো ?
তুই চলে যাস যখন একেবারে চোখের বাইরে,
ঠিক ,
ঠিক তখনই মনে পড়ে
বলা হয়নি,
বলা হয়নি .............
"পুতুল, আমি তোকে সবচাইতে ,সবচাইতে ,সবচাইতে ,সবচাইতে, সবচাইতে  বেশি ভালবাসি।"

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন