ধুলোকণা যখন খুব বেশি উত্তপ্ত হয়ে পড়ে
তার প'রে এক পশলা বৃষ্টি বয়ে গেলে ,
কেমন কিছু ধোঁয়া কুন্ডলী পাকিয়ে ওঠে।
বিজ্ঞানীদের কত কথা !
আমার কেবল মনে হয়
এই উত্তপ্ত আমার শান্ত হবার কথা ছিলো ,
এক পশলা বৃষ্টিতে হয়নি।
যা হবার তা হয়নি।
কেবল কিছু ধোঁয়া
কিছুক্ষণের জন্যে ঝাপসা করে রেখেছে আমার দুচোখ।
তুই হবি অমন এক পশলা বৃষ্টি?
কিছুটা সময়ের জন্যে ঝাপসা হউক সবার দৃষ্টি।
তার অন্তরালে আমি ধোঁয়া হই।
হতে হতে
হতে হতে ........
একসময় মেঘ হই ,
সেই মেঘখানা
যে মেঘের ভেতর তুই ছিলি ?
সেই বৃষ্টি
যে এক পশলা বৃষ্টিতে তুই ছিলি ?
আমি মিশে যাই অমন করে
ধোঁয়া হয়ে ,মেঘ হয়ে ,অতঃপর বৃষ্টি হয়ে
কোনো বৈজ্ঞানিক ভালবাসায়?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন