বিতোভেন বাজছিলো।
অদ্ভুত রহস্যময় সুর।
কখনো নিয়ে চলে সমুদ্রে ,
কখনো বা আকাশে ,
কখনো পাহাড়ের নিস্তব্ধতায় ,
কখনো নিজেই জানিনা কোথায় !!
কখনো প্রাণে ঝড় তোলে ,
কখনোবা হৃদয় শান্ত করে।
আশ্চর্য !
এমন ও হয় ?
ঝড় আর কুয়াশার স্নিগ্ধতার সহবাস ,
দেখেছে কখনো কেউ ?
অদ্ভুত ,
ভারী অদ্ভুত !
আমি হারিয়ে যাচ্ছিলাম ,
যেমন হারাই প্রতিবার ওই অদ্ভুত সুরে।
সাথে ঘাসফড়িং টাও হারাচ্ছিল।
আমি ওকে ধরবার এক আকুল প্রচেষ্টায় ছিলাম।
কিন্তু আমার মতই ও বারেবার আপনাতে আপনি হারাচ্ছিলো।
আমি আজো মনে করতে পারিনা ,
ফড়িং টা কি সাদা ছিলো ?
নাকি সবুজ ?
সাদা হলে সে আমার স্বপ্ন ছিলো ,
আর
সবুজ হলে ,
তাকে আমার পেয়েও পাওয়া হয়নি।
বিতোভেন বাজছিলো ,
আর আমি হারাচ্ছিলাম ,
ওই পাগল সুরে
আমি হারিয়ে যাচ্ছিলাম ,
আমি হারিয়ে যাচ্ছিলাম।
দুরে ,বহুদূরে ,বহুদূরে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন