সোমবার, ৩০ জুন, ২০১৪

অজানা অচেনা








রহস্যময়ী হও তবুও
ছলনাময়ী আর হয়োনা।
অজানা হয়েই থাকো তবু ,
অচেনা তুমি আর হয়োনা।

খোঁপায় তোমার বেলী'ই থাকুক ,
বাগান ভরে হাসনাহেনা।
কদম ,চাঁপা যতই ডাকুক ,
ওই খোঁপাটি আর কারোনা।

স্পর্শে তোমার নাইবা ঘটুক
বিশাল কোনো সম্ভাবনা।
ওই স্পর্শেতে কেও চক্ষুষ্মান
এও কি বল কম ঘটনা ?

রহস্যময়ী হও তবুও
ছলনাময়ী আর হয়োনা।
অজানা হয়েই থাকো তবু ,
অচেনা তুমি আর হয়োনা।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন