বুধবার, ৪ জুন, ২০১৪

পুতুলের জ্বর

জ্বর কত এখন তোর্ ?
১০২
ওষুধ খেয়েছিস ?
হুম।
খুব বেশি কষ্ট হচ্ছে পুতুল ?
না।
মিথ্যে বলছিস কেনোরে ?
জ্বর এলেই তো তোর্ মাইগ্রেন পেইন হয়।
কষ্ট পাস অনেক।অনেক কষ্ট হচ্ছে পুতুল ?
ও পুতুল ,বলনা।
খুব বেশি ব্যাথা ?
আসবো আমি ?
নিঃশ্বাস ফেললি কেনো এমন কোরে ?
তুই বারান্দায় আসবি একটু ?

এতো কষ্টের মাঝেও হাসাতে পারিস।
তুই একটা অদ্ভুত মানুষ রে।

আমি হাসির কথা কি বললাম পুতুল ?

তুই কতো পাগল  আমার জন্যে তাইনা রে?
অথচ কেমন বাজে টা দেখতো ?
তুই কেবল আমার সুখ সুখ সময় গুলোর সঙ্গী
আমার সবচেয়ে কষ্টের সময়গুলোতে তোর্ কোনো অস্তিত্বই নেই।
এ আমি কোন মরিচিকার পেছনে ঘুরছি বলতে পারিস ?

আমার দরজাটা খোলা পুতুল
তুইই  বলেছিস আসতে পারবিনা।
আমি তাই মেনে নিয়েছি।
এটুক তোকে পাব আমার কাছে স্বপ্নের ও বাইরে।

পুতুল ,
এই জ্বরের ঘোরে তুই আপন আর পর খুঁজে মরছিস ?
অসুখের সময় যারা পাশে থাকে তারাই যদি এত্ত আপন হতো
তবে ডাক্তার আর নার্স দের সাথে থাকনা।
যা ?
ওদের সাথেই থাক?
গাধা।
এতসব বোঝার মতন বোধ বুদ্ধি সৃষ্টিকর্তা তোকে দেননি।
আনফরচুনেটলি গাধাই রেখে দিয়েছেন।
আসছি আমি।
বারান্দায় আয়।
তোর্ জ্বর এখুনি সেরে যাবে।
আয় পুতুল।
হাস।
এবার তোর্ সেই হাসিটা দে।
দু গালে দুটো টোল পরুক।
ডান গালটাতে একটু বেশি।
সেই  হাসিটা  ............
যে হাসি দেখতে দেখতে মানুষ খুন করে ফেলা যায়...........................


1 টি মন্তব্য: