মঙ্গলবার, ৩ জুন, ২০১৪

ছুঁয়ে দে আমায়


মাথায় কি গোবর ঠাসা আছে ?
এমন করে রাস্তা পার হয় কেও ?
হাত টা ধর ভালো করে।

আশ্চর্য !তুই এমন করিস যেন আমার বয়েস হয়নি মোটেও ?
ছোট্ট টি আছি এখনো ?
রাস্তা টাও পেরুতে পারবোনা ?

বুঝবিনা তুই আসলে।

উফ বারেবারে এক কথা।
বুঝবিনা পুতুল ,তুই বুঝবিনা।

আরে আরে ধীরে সুস্থে খা।
এত্ত তাড়া কিসের তোর্ ?
দিলিতো সব গুবলেট করে ?
পুরো মুখে লাগিয়েছিস।
চাওমিন টাও ঠিকঠাক খেতে শিখিসনি !
আয় মুছে দিই।

ন্যাকা ,আমি যেন বাচ্চাটি।
মুছতেও  জানিনা।
আশ্চর্য সমস্ত কথাবার্তা।
পাগল একটা।

বুঝবিনা পুতুল
তুই সত্যিই বুঝবিনা।
তুই বড্ড বোকা রে।

এই দেখতো ,চোখটা কেমন জ্বালা করছে হঠাত।
কিছু পড়ল বুঝি ?

কই দেখি ,দেখি .
আরেবাবা দেখতে দে আমায়।
পিপঁড়ে পড়লে খবর হয়ে যাবে কিন্তু।


হলো তোর্ দেখা ?

না ,না এখনো হয়নি।

এই জীবনে হবেওনা।

কি ?কিছু বললি আমায় ?

হুম ,ভুল বললাম কিছু ?
তোর্ পুতুল রাস্তা পার হতে জানেনা ,
তোর্  পুতুল খেয়ে মুখ মুছতে জানেনা ,
তোর্  পুতুল চোখে পিপঁড়ে পড়লে সরাতে জানেনা ,
তুই ছুঁয়ে না দিলে তোর্ পুতুল কিচ্ছু করতে জানেনা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন