গানের চেয়ে সুর ভালো লাগে।
গানের ভিতর কথা থাকে ,
কথার ভিতর গতি থাকে ,
গতির ভিতর একটা কোথাও চলে যাওয়া লুকোনো থাকে ,
অদৃশ্য বোধ ,
বাধা ,
শেষ পর্যন্ত.....
একটা কোনো গল্প থাকে,
সব গল্পের শেষ থাকে ,
একটা কোনো শেষ থাকে ,
আমার তাই গান ভালো লাগেনা
কারণ গানের ভিতর গল্প থাকে।
আমার সুর ভালো লাগে।
সুরের মাঝে অসীম হতে,
শুন্য হতে,
অজানা হতে ভালো লাগে ,
নিজের মতন একটা কোনো শেষ সাজাতে ভালো লাগে।
গানের ভিতর শেষ থাকে।
গানের ভিতর গল্প থাকে।
সেই গল্প জানা থাকে।
জানা গল্পের শেষ থাকে।
একটা কোথাও শেষ থাকে।
তাই সুর ভালো লাগে।
আমার সুর ভালো লাগে।
আমার হারাতে ভালো লাগে ,
তোর ভিতর আমি।
আমার ভিতর তুই।
আমার আর তোর অজানা গল্পের
নানা বর্ণের শেষ সাজাতে ভালো লাগে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন