শুক্রবার, ৬ জুন, ২০১৪

পুতুল তোকে আমি সবচাইতে ,সবচাইতে ,সবচাইতে,সবচাইতে ,সবচাইতে বেশি ভালবাসি




"আলো কই ?এ ঘরে কি একদিন ও আলো জ্বলবেনা ?"
"রানীমা ,তোমার ঘরে ঘরেই তো আলো জ্বলছে -তার থেকে সরে আসবার জন্যে কি একটা ঘরেও অন্ধকার রাখবেনা?"
একঘেঁয়েমি জীবন হয়ে গেলে 
আনন্দ শঙ্করের সুরের সাথে 
রবি ঠাকুরের "রাজা "
ভালো লাগেনি এমন কখনো হয়নি। 
আজ ভালো লাগছেনা। 

ঝড়ো হাওয়া নিয়ে এক পশলা বৃষ্টি হয়ে গেলো একটু আগেই। 
ওই বৃষ্টি আমায় পরবর্তী ৬/৭ দিন সর্দি আর জ্বরের শাস্তি দেবেনা 
হয়নি। 
এমন হয়নি কখনো। 
আশ্চর্য !!!!
আজ আমার ঝড় ভালো লাগছেনা। 

বাড়ির কোলাহলে আমি নেই ,
শিশুদের আহ্লাদে আমি নেই ,
ধ্রুব'র একটা ডাকের জন্যে অপেক্ষার তীব্রতায় আমি নেই ,
এমন হয়নি। 
হয়নি। 
হয়নি কখনো।

আমি বুঝতে পারছি আমার কিচ্ছু ভালো লাগবেনা তোকে ছাড়া। 
শাস্তি টা বেশ দীর্ঘ হয়ে যাচ্ছে রে । 
আমি আর পারছিনা। 
আর পারছিনা।
এমন করে বোঝাতে হয়না ভালবাসা।
ওই নাম এতো প্রিয় হবে কে জানতো ? 
ওই নাম এতো কষ্টের হবে কে জানতো ?
অভ্যেসের বদ্ধ চিলেকুঠুরি থেকে ওই নাম দেবে জীবনের সন্ধান,
কে জানতো ?
কে জানতো এত বছরের অভ্যস্ত নামের চেয়ে পুতুল আমায় বাঁচতে শেখাবে?
একবার ডাক না ..."পুতুল ".
শুধু একবার বল :
"পুতুল, তোকে আমি সবচাইতে ,সবচাইতে ,সবচাইতে,সবচাইতে ,সবচাইতে বেশি ভালবাসি।"

1 টি মন্তব্য: