সোমবার, ২০ জানুয়ারী, ২০১৪

মানুষের রূপ


মানুষ জাতটা ভারী অদ্ভুত।একটা সময় ছিল পরিবারের মানুষগুলোকে দেখে দেখে বড় হয়েছি।বাবা-মা-ভাই-বোন-চাচা-মামা-ফুপু-খালা।একেকজন একেকরকম।একদম নিজ পরিবারের সীমানার ভেতর আমরা ভাইবোনগুলোও অদ্ভুত অন্যরকম যদিও আমরা একই মাতৃগর্ভ থেকে বেরিয়েছি।
মানুষের রূপ------------
কারোর সাথে খুব ভালো ব্যবহার করছিতো সে ভেবে নিচ্ছে-এখানে আমার বুঝি কিছু স্বার্থ আছে,আবার একটু কঠিন ব্যবহার করেছিতো ওটা আমার Attitude.
কখনো ইচ্ছে করছে কিছু কিছু মানুষকে ধুয়ে মুছে জীবন থেকে erase করে দিই।পারছিনা।কেউ খুব ভালোবাসছে তার ভালোবাসা অসহনীয় লাগছে,আবার কেউ অবহেলা করছে,করেই যাচ্ছে ,তাকে ভালো লাগছে বেশী ।ভুল মানুষের কাছে চলে যাচ্ছে চিঠি, আর ফিরে আসছেনা।ভুল দরজায় কড়া নেড়ে যাচ্ছি বারেবার।বুঝতে পারছি।তবু ভুলের কাছেই আত্মসমর্পণ।এতশত ভুলের মাঝে বেরিয়ে আসছে মানুষের বিচিত্র রূপ।ওই বিচিত্র রূপের ভিতর বদ রূপটা কেনো এত বেশী!!!!!!!!!
আমার দেয়ালে অনেকদিন ধরে ঝুলছে একটি কাঠের জাপানী মুখোশ।
এক অতি বদ দৈত্যের মুখ,সোনালী রঙে উজ্জ্বল।
দরদ নিয়ে আমি দেখি।
কপালের শিরা কেমন ফুলে উঠেছে।
বুঝি.....
বদ হওয়া কি কষ্টকর॥॥॥
ভালো হওয়াটাই মানুষের স্বাভাবিক বৃত্তি।
তবুও মানুষ ঐ অস্বাভাবিক পথে হাঁটে কেনো ?নিষিদ্ধ পথে কি অনেক আনন্দ??????.......CONFUSED......

1 টি মন্তব্য:

  1. মানুষ জন্মাইলেই মরে, কেহ দু'দিন আগে, কেহ দু'দিন পরে ।
    মানুষের মরণ আমাকে বড় আঘাত করে না, করে মনুষ্যত্বের মরণ দেখিলে । এ যেন আমি সহিতেই পারি না ।
    -শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ।

    উত্তরমুছুন