রবিবার, ২৬ জানুয়ারী, ২০১৪

I WONDER

আজকাল আর তোমাকে খুব একটা কমেন্টস লেখা হয়না। কি লিখবো ?তুমি পুরো মানুষটাকেই তো  খুব ভালোমতোন দেখি এখন।তোমার সব খুঁত গুলো জানা হয়ে গেছে , যা কিছু জানতেই পাইনি ফেইসবুক  এ আপলোড করা ছবিগুলো মুগ্ধ হয়ে দেখতে দেখতে।  জানি আগে তীর্থের কাকের মতন তোমার একেকটা ছবির জন্যে কি ভীষণ অপেক্ষায় থাকতাম। কখন ছবি ভেসে উঠবে পর্দায়। সবার আগে আমি লিখবো। কত যে শব্দের ভান্ডার দুহাতে। লিখেও শেষ করা যায়না।তোমার বন্ধু গুলো ব্যাপক ঈর্ষান্নিত হতো তোমার ছবির  এত এত বিশ্লেষণ পড়ে।ধীরে ধীরে কবে কখন ওরা তোমার জীবন থেকে হারিয়ে গেছে ঈর্ষা আর অবহেলায় তুমি টেরই পেলেনা।
হায়রে বিশ্লেষণ ,হায়রে কাব্যকথা। এখনতো তুমি পুরোটাই আমার কাছে একটা  চুলচেরা বিশ্লেষণ।

ইনবক্স এ প্রতিদিন আলাদা করে শুধু আমার জন্যে ছবি চাইতাম। বলতাম :"ফেইসবুক  এ যাকিছু আপলোড কর সবতো পাবলিক আর ফ্রেন্ডস দের জন্যে। আমাকে আলাদা ভাবতে পারোনা ?"
ভালবাসার কি যে জোর ওই চাহিদায়। ইনবক্স বেলুন হোলে ফেটেই মরতো বুঝি। তুমিও ভীষণ গদগদ।উচ্ছাসে, আনন্দে ছবির পর ছবি ইনবক্স করেই যাচ্ছো।
কি সুখ সুখ। কি সুখ সুখ। ঘাড় ধরে যাচ্ছে। পড়ালেখা মাথায় উঠেছে। কাজকর্ম শিকেয় ঝুলেছে। তবু ফেইসবুক। তবু ফেইসবুক।
তোমার একেকটা ছবি ডাউনলোড কোরে সুপার ডুপার এডিটিং।পরবর্তীতে ট্যাগিং। আহা !!!!তোমার খুশি দেখে কে?
তোমার বন্ধুরাতো ঈর্ষায় যা ছিল বাকি সব শেষ।
ক্ষ্যাপা আনন্দে মেতে তুমি উল্লাসে ফেটে পড়ছো। স্ট্যাটাস লিখে ফেলছো  কত কি?লেখা থেকে সমানে গদ্য আর  পদ্য বেরুচ্ছে। তুমি ভাবছো কেও বোঝেনা। মানুষ যেন বড়ই বোকা।
আমিও জানি। মরি মরি !!!ওই সুন্দরীর সব লেখাতো আমারই  জন্যে।আজ বিকেলেইতো  বললো, কি লিখবে আমায় নিয়ে।
বন্ধুরা তাড়া  দিচ্ছে দেখতে। ধুর..................কি আর দেখবো ?
নতুন কিচ্ছু নেইতো। আমি জানি।আমি বেশ ভালো করে জানি। 

এক হারানোর শুরু তোমার এখান থেকেই ...............
তুমি জানোনা কবে কখন হাতের মুঠোয় চলে এসেছো।
তুমি জানোনা হাতের মুঠোয় প্রেম থাকেনা।
শুরু হলো আমার। ......................
আস্তে আস্তে লাইক দেয়া। লাইক তো একটা দেয়াই যায়। পথ চলতে চলতে একটু ফিরে তাকানো । LOOK এর মতোন একটা LIKE দেয়াই যায়।

তবুও কোথাও একটু কিছু অজানা ছিলো। সেই অজানায় হাত বাড়িয়ে ১৪ তারিখ।
এখন তোমায় জানি।  পুরোপুরি জানি।বাড়ি ফিরে প্রতিদিনের ঘ্যানঘ্যানানী ।
কি অসহ্য। কি অসহ্য।
আচ্ছা বলতো ?
তুমি কি ওই ছবির মতোন এতো মিষ্টি ছিলে কখনো ?
I WONDER...............I REALLY WONDER................

২টি মন্তব্য:

  1. Hahaha .. bhalo bolecho .. chokher maya r bojhapora j kokhon lorai korte shuru kore dai keu jane na .. Mishti smriti gulo diabetes er moto kamre dhorte chai .. buker vetor sudhui oi gaan ta ghurpaak khai - "bhebe dekhecho ki
    tararao joto alok borsho dure
    taro dure
    tumi aar ami jai krome shore shore ||"

    উত্তরমুছুন
  2. ভালোবাসার কারনেই মানুষ এতো সুখী ।
    ভালোবাসার কারনেই মানুষ এতো দুঃখী ।
    বহুরূপী মানুষ আমরা, ' আমিতো দুঃখী ।

    উত্তরমুছুন