প্রায়ই
Star Sports এ শচীনের শেষ ম্যাচটা দেখি আর ওর শেষ কথাগুলো শুনি।সম্পূর্ণ
সফল একজন মানুষ।খুব ভালো লাগে দেখতে।জীবিত ইতিহাস ক'জন মানুষ হতে
পারে?কবিগুরু রবীন্দ্রণাথ ও এই স্বাদ পেয়ে গেছেন।পাননি অনেকেই যেমন
নজরুল,জীবনানন্দ দাশ।অবর্ননীয় কষ্টের জীবন ভ্যান গগের।
শচীনের ইতিহাস এখনই লেখা হয়ে গেছে ভারতের শিশুদের পাঠ্যসূচীতে।একটা মানুষের এই জীবনে আর কিইবা চাওয়ার থাকতে পারে?খুব কাছ থেকে দেখা শচীনের প্রাপ্তি আর বইয়ে পড়া জীবনানন্দের কষ্টের মৃত্যু,দুটো ভিন্ন মাত্রার জীবন দেখার পর কেবল মনে হয় কোনটা ঠিক?কোনটা স্রষ্টার অবিচার?
What is the truth?God or hard work or luck or dedication or chance or intelligence?Which one?
I guess God does nothing just gives us a chance.Luck is in ur hand whether u can pick the chance or not?
No.....
I guess God is also confused to whom he will give the chance or whom He will make The Living Legend.....
No.....its also not....what will b than?
Confused
শচীনের ইতিহাস এখনই লেখা হয়ে গেছে ভারতের শিশুদের পাঠ্যসূচীতে।একটা মানুষের এই জীবনে আর কিইবা চাওয়ার থাকতে পারে?খুব কাছ থেকে দেখা শচীনের প্রাপ্তি আর বইয়ে পড়া জীবনানন্দের কষ্টের মৃত্যু,দুটো ভিন্ন মাত্রার জীবন দেখার পর কেবল মনে হয় কোনটা ঠিক?কোনটা স্রষ্টার অবিচার?
What is the truth?God or hard work or luck or dedication or chance or intelligence?Which one?
I guess God does nothing just gives us a chance.Luck is in ur hand whether u can pick the chance or not?
No.....
I guess God is also confused to whom he will give the chance or whom He will make The Living Legend.....
No.....its also not....what will b than?
Confused
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন