আমরা প্রায়ই
দেখি ভালোবাসার মানুষটার সাথে আমাদের অদ্ভুত কিছু coincidence অর্থাৎ কাকতালীয় মিল
হয়ে যায়।খুব আধুনিক ভাষায় যদি বলি,দেখা যায় গল্প হচ্ছে inbox এ,আমি যা বলতে যাচ্ছি
ওপাশ থেকে আগেই তার উত্তর চলে আসছে,অথবা ভীষণভাবে ভালোলাগাগুলো মিলে যাচ্ছে।
ধরা যাক একসময়
এই একই ভালোবাসার মানুষটার সাথে কোনোভাবে ঘর বাঁধা সম্ভব হয়ে গেলো।আবার আরেক অদ্ভূত
অবস্থা।কি ব্যাপার! !মিলছেনা কেনো?একইতো মানুষ।ধীরে ধীরে মিল মিল বন্ধ হয়ে যাচ্ছে
কেনো?
আচ্ছা,মানুষ যে
কারোর অন্তর্যামী তা কি এমনিতে?এতই সহজ?সে যতক্ষণ কাউকে ভালোবাসে ততক্ষণই সে ঐ ভালোবাসার
মানুষটার অন্তর্যামী।তার ভালোবাসাই তাকে অন্তর্যামী করেছে,অন্য কিছু নয়।তাকে নিয়ে
সার্বক্ষণিক ভাবনাই এর অন্যতম কারন।আর কিছু নয়।
রেললাইন দেখতে
গেলে প্রতিটি মানুষের আজন্ম উপলব্ধি লাইন দুটো বুঝি কখনো এক হবেনা।কিন্ত্ত আসলে এক
হবার কি কিছু বাকী?দুটো লাইনতো স্লিপার দিয়ে জুড়ে থেকেই এগুতে থাকে।ওরাতো কখনোই পৃথক
নয়।আর এখানেই ভালোবাসা।দুটো রেললাইন আজীবন মিল মিল।connected with each other একেই
বলে।ওরা বিচ্ছিন্ন নয় বলেই সংযুক্ত হয়ে সমান্তরালে চলে।যতদিন মানুষের ভেতর এই মানসিক
যোগাযোগ থাকবে,ততদিন বেঁচে থাকবে মিল মিল॥॥॥এখানেই ভালোবাসা॥॥॥
May b its u who can think like this .. Luv the topic, its something new .. Keep writing, Keep dreaming, and Keep connecting US like this .. Wish u all d very best :)
উত্তরমুছুনlikha ta khub valo hoeche.inspiring.
উত্তরমুছুন