দখিন খোলা জানলা থেকে মৃদুমন্দ বাতাস হয়ো।
এত কাছে নাইবা এলে।
তুমি আমার ভীষণ চাওয়ার প্রবারণার জোৎস্না হয়ো।
প্রতিরাতের চাঁদে কি আর অমন ভালো জোৎস্না নামে?
বৃষ্টি আমার চাইনা জানো ?
একটুখানি শিশির হয়ো ?
সেই শিশিরের গন্ধ নেবো।
আটপৌরে ধূসর আমার শাড়ীর ভাঁজে নাইবা এলে
ন্যাপথলিনের গন্ধে ভরা বেনারশীর ভাঁজে এসো
কি ক্ষতি হয়?
প্রাণ চাইলে হঠাৎ হঠাৎ একটু নাহয় গন্ধ নেবো।
ভাদ্র এলে পরম মায়ায় একটু নাহয় রোদ ছোঁয়াবো ?
খুব কি ক্ষতি?
তুমি আমার হঠাৎ দেখা মিষ্টি কোনো স্বপ্ন হয়ো ?
সেই স্বপনে হাসবো আমি যেমন হাসে ছোট্ট শিশু ঘুমের ঘোরে ?
দমকা হাওয়া হও যদিও মন্দ কিছু হয়না জানো;
হঠাৎ কোনো কালবোশেখি ঝড়ের মতন উড়িয়ে দেবে?
তুমি আমার একটা কোনো বৃক্ষ হবে ?
ছায়া আমার লাগেবেনাতো।
আমায় কেবল গন্ধ দেবে ?
অনেক রাতে বৃক্ষ যেমন গন্ধ বিলোয় ,ঠিক তেমনি গন্ধ দেবে।
পারবে বল?
রক্ত রসের গন্ধে তোমায় চাইনা আমি, চাইনা প্রিয়।
Dokkhiner khola janla diye ek jholok thanda hawa aaamar gaale chumu khelo .. bollo, baire aai, jyotsnai boro maya aaj, Kathalchapai gondho makha shishire naibi aai, Rokto roshe Moha Shomudrer uttal dheu, Kaal boshekhir shopno dekte chas ?? Baire aai, Ami paaki - danai bhor kore uriye niye jabo toke, Aami Prithibi - Aasroi debo, Chhaya pabi tui, Aami Kothakoli, Rudromurti Kaalika - Tui aai, Shudhu baire aai ekbaar ...
উত্তরমুছুনoh my god...you are a real genius....who can create.......mesmerize people.....take people to the world of dreams and fantasy......... you are not a dream-gambler but a dream-merchant....am I wrong
উত্তরমুছুন