মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০১৪

আমি সুন্দর



মা আজকাল খুব বিরক্ত হয়।কেমন যেন অসহায়ও লাগে মা'কে দেখতে।একটু একটু মনে পড়ে আমার এই পা হারানোর দুর্ঘটনা ঘটার আগেও মা যেন কি মায়াবতী ছিল।কত স্বপ্ন দুচোখে!!!একবার বলে ডাক্তার হতে হবে,একবার ইঞ্জিনিয়ার,কখনো উচ্ছ্বসিত হয়ে: না, না, উড়বি--উড়ে যাবি।পাইলট হবি তুই মা।পাখি হবি।
আজকাল মা আর কোন স্বপ্ন দেখেনা।দুঃস্বপ্ন দেখে শুধু।অথচ মা কিনত্ত জানেনা যাকে নিয়ে মা দুঃস্বপ্ন দেখে তার জগৎটা স্বপ্নে ভরা।

আমার কোনো করুণার প্রয়োজন নেই।। ।
বরং আমার বিস্ময় আমি দ্বিজ।আমার দুটো জীবন।আমি সবার থেকে আলাদা।আমি একই জীবনে দুটো ভিন্ন জগৎ পেয়েছি।কেনো প্রতিটি অধ্যায়ে আনন্দ থাকবেনা?জীবনের এক এক অধ্যায়ের এক এক আবেদন।আমি এই অধ্যায়ে হারবোনা।সামান্য দুটো পা আমায় হারিয়ে দেবে?না,তুমি দেখে নিয়ো আমি উড়বোই।একদিন ঠিক পাখি হবো।দ্বিজ জীবনে একটা অধ্যায়ে মানুষ আরেক অধ্যায়ে পাখি।ক'জন পারে বলতো?
আমি Disable নই। আমি দ্বিজ।আমি সুন্দর।

1 টি মন্তব্য:

  1. Ektuo mitthha bolbo na ..Ki shundor lekho go tumi .. u just keep writing ..ja mone hoi likho ..
    Tomar lekhar pattern ta kintu darun.. amra daily life a ja bhabi, dekhi, kori, setake tumi eto shundor golpo kore bolte paro, j amra sadharon manush beparta niye emotionally attached hoye jai
    \everything is all about OUR THINKING
    sadharon jinish tai khub bhalo lege jai ...Amra bolte parina, jake bhalobashi take bojhate parina, tumi paro r tomar moddhhe diye amrao pari .. luv u Farzana Karim apu ..

    উত্তরমুছুন