তোমাকেতো
কখনো কিছু দিতে পারিনি,তবু তুমি মাথার ওপর থেকে ঐ আশ্রয়ের ঠিকানাটুকু
সরিয়ে নাওনি কেনো?
আজীবন তোমাকে কষ্ট দিয়েছি,তোমাকে আশ্রয় করে আমার
আশ্রয়স্থল পাকাপোক্ত করেছি।তবু তুমি কেনো স্নেহের ছায়া বিছিয়ে
রেখেছো?তুমি কেনো এত ধৈর্যশীলা ছিলে
মা?তুমি কেনো বারেবারে আমায় ভুল করার সুযোগ দিয়েছো স্নেহের
আড়ালে?একটিবার তুমি প্রতিবাদ করে চিৎকার করোনি কেনো?কেনো বলোনি: "আমারোতো
সহ্যের সীমা আছে!!!!!!!!!!!!"মানুষ যে বড় নিষ্ঠুর প্রানী।মানুষকে যে চোখে
আঙুল দিয়ে বুঝিয়ে দিতে হয় সবকিছু!!!!
ও দেশ আমার,তোমাকে মানুষ 'মা' ডাকে কেনো?কষ্ট দেবার জন্যে? তোমার কাছ থেকে সব শুষে নিয়ে তোমাকে ছিবড়ে করে ফিরিয়ে দেবার জন্যে?
তুমি মা হয়োনা।তুমি জেগে ওঠো।তুমি ভূমিকম্প হও।তুমি প্রলয়ন্করী ঘূর্ণীঝড় হও।তুমি অস্থির,অসহ্য হয়ে ওঠো।তুমি আর তোমার বুকে আমাদের আশ্রয় দিয়োনা।তুমি অন্যকিছু হও।তুমি মমতাময়ী 'মা' হয়োনা।তাহলে তুমি বাঁচবে।
হে ধরণী,তুমি আর দ্বিধা হয়োনা।আর আশ্রয় দিয়োনা।এবার তুমি উগরে ফেলো।
মানুষের দীর্ঘনিঃশ্বাস কে কখনো সংগী করতে নেই।দীর্ঘশ্বাস খুব অজান্তেই অভিশাপ হয়ে জীবনে ফিরে আসে।১৬ কোটি মানুষের দীর্ঘশ্বাস অভিশাপ হয়ে ফিরে আসবেই॥॥॥
আসতেই হবে॥॥॥
ও দেশ আমার,তোমাকে মানুষ 'মা' ডাকে কেনো?কষ্ট দেবার জন্যে? তোমার কাছ থেকে সব শুষে নিয়ে তোমাকে ছিবড়ে করে ফিরিয়ে দেবার জন্যে?
তুমি মা হয়োনা।তুমি জেগে ওঠো।তুমি ভূমিকম্প হও।তুমি প্রলয়ন্করী ঘূর্ণীঝড় হও।তুমি অস্থির,অসহ্য হয়ে ওঠো।তুমি আর তোমার বুকে আমাদের আশ্রয় দিয়োনা।তুমি অন্যকিছু হও।তুমি মমতাময়ী 'মা' হয়োনা।তাহলে তুমি বাঁচবে।
হে ধরণী,তুমি আর দ্বিধা হয়োনা।আর আশ্রয় দিয়োনা।এবার তুমি উগরে ফেলো।
মানুষের দীর্ঘনিঃশ্বাস কে কখনো সংগী করতে নেই।দীর্ঘশ্বাস খুব অজান্তেই অভিশাপ হয়ে জীবনে ফিরে আসে।১৬ কোটি মানুষের দীর্ঘশ্বাস অভিশাপ হয়ে ফিরে আসবেই॥॥॥
আসতেই হবে॥॥॥
News challel a khobor dekhi r bhabi - manush kibhabe nijer kaaj a jai, bazar kore, school a jai ... ei basic need gulo korar jonneo aajke manush k pran hate niye berute hoi .. ki sanghatik durobostha desher proshashon er ... aajker dingulo khub lojjar .. amar desh ajk onner hate jole pure charkhar hoye jacchhe .. ki e ba korte parlam ami, amra shobai? Sudhui bolte ecchhe kore - "CHIIIII" ..
উত্তরমুছুন