রবিবার, ১৯ জানুয়ারী, ২০১৪

The Magic Mirror


যে কোনো মানুষের কাছে যদি জানতে চাওয়া হয় তার জীবনে সবচেয়ে প্রিয় কে?যার সন্তান আছে সে তার সন্তানদের কথা বলে।কেউ স্বামীর কথা বলে,অনেকেই বাবার কথা বলে,প্রায় সবাই মা'য়ের কথা বলে।
এই নিয়ে ভেবেছি অনেকদিন।একসময় মনে হতে থাকলো এই পৃথিবীতে প্রতিটি মানুষ নিজেকেই সবচেয়ে বেশী ভালোবাসে।মানুষ মাত্রই স্বার্থপর।সে নিজের চেয়ে বেশী কাউকেই ভালোবাসেনা।
এবং............
মানুষের সবচেয়ে বড় পছন্দের বস্তু 'আয়না'।
একটা মানুষ সে দেখতে কুৎসিত হলেও আয়নায় নিজেকে দেখবেই।দেখে হয়তো একটু কষ্ট পাবে তবু শেষ পর্যন্ত নিজেকে ভালোবাসবেই।আর অপরূপ দেখতে হলেতো কথাই নেই।দিনশেষে মানুষ সত্যিই একা,ভীষণভাবে একা,একান্তভাবে সুখী অথবা দুঃখী,নিজের মতন,স্বার্থপর॥॥॥
এবং .......
মানুষের একমাত্র সংগী একটি ছোট্ট অথবা বড় আয়না॥॥॥
The Magic Mirror.................
...

1 টি মন্তব্য:

  1. Baah .. ki sundor kore "Aaina" k interpret korle tumi .. thik e to, end of the day amra nijei nijeke niye bhabi, boro bhaobashi nijeke .. Aar aaina te nijer bhalo mondo sobtukur protichhobi e dekhte pai .. Abar ektu kothao khut dekle jhotpot seta thik o kore feli ..

    উত্তরমুছুন