সোমবার, ২০ জানুয়ারী, ২০১৪

বিজয়


  1. বিজয়ের আনন্দ কি ওরা এখনো বোঝেনা।প্রায়ই বিজয়ের উল্লাসে দিন কাটেতো ওদের।যা চায় সবইতো পেয়ে যায়।আমরা আজকালকার মা-বাবা রা সন্তানদের তো সব আগল খুলে দিতে চাই,যতটা সামর্থ আছে সব সন্তানকেই দেবো।ওদেরতো 'এসো নিজে করি' type কোন দুশ্চিন্তা নেই।তাই ওরা বিজয় বোঝে কিন্ত্ত এর পেছনের কাহিনী নিয়ে খুব একটা চিন্তিত নয়।চিন্তিত নাহোক ,আমার শুধু মনে হয় ওদের একটু লাল-সবুজ জামা পরাই।বলি:'পতাকা গায়ে দিয়েছো সোনা,অনুভব কর।"
    একজোড়া বেলুন হাতে দিয়ে বলি:"ওড়াও।অনুভব কর।"
    এভাবেই ফেব্রুয়ারীতে কালো,বৈশাখে সাদা-লাল,বর্ষায় নীল-----একদিন ঠিক বুঝে নেবে এই আনন্দ,এইতো বিজয়।
    আর…………………….
    দেশের বিজয়ের সুখানুভূতিতো আমারো নেই।যুদ্ধতো দেখিনি।শুধু পড়েছি।এখন প্রতিদিনের খবরে যুদ্ধ দেখতে দেখতে বুঝি এর ভয়াবহতা।কিন্ত্ত বিজয় ঠিক এখোনো বুঝিনা ভালোমতন।এখনোতো কারো না কারোর গোলামী করেই যাচ্ছি॥॥॥॥॥
    শুধু অনেক দূরের গ্রামের দেশে,সবুজ প্রান্তরে,প্রানখোলা হাওয়া নিতে দাঁড়ালেই কেবল মনে হয়-----এই কি বিজয়???এই কি স্বাধীন দেশ আমার???ওই ১৯৭১ না এলে এভাবে তাহলে নিঃশ্বাস নিতে পারতামনা???
    আমার কাছে এইই বিজয়।ওই সবুজ মাঠটাই পতাকা।

    থাকুকনা বিজয় আমার সন্তানদের কাছে তেমনি।ওরা না যাক এদেশ ছেড়ে।গেলেও ফিরে আসুক আবার।এখন দেশের একেকদিনের একেক পরিস্থিতি আমার সোনার বাংলার সোনার সন্তানদের দ্বিধায় ফেলে দিতে পারে।কিন্ত্ত ওরা হারিয়ে গেলে এ দেশ কোথায় গিয়ে দাঁড়াবে???আমার সন্তান যত ঝড় আসুক আমার দেশেই থাকুক।অন্তত আমার টানে।আমাকে ভালোবাসুক।তাহলে দেশকেও ভালোবাসবে।

1 টি মন্তব্য: