সব ভালবাসাই পরিমিতির মধ্যে থাকা দরকার। আগল খুলে কখনো ভালবাসতে নেই। মানুষ বড়ই রহস্যময় জীব। রহস্য ভালবাসে কেবল।সবকিছুতেই। মানুষের কাছে খোলা বই হয়েছো তো হেরেছো । বই সে বারংবার পড়বে ঠিকই কিন্তু তোমাকে পড়বেনা।
কাওকে দেখলেই যে কারো এত ভালো লাগতে পারে,সমস্ত সত্তা হাওয়া লাগা সজনে ফুলের ডালের মত দুলে উঠতে পারে ,এই অনুভব বড়ই রহস্যময়।এই আসে এই চলে যায়।
কেও সঙ্গে থাকলে ,কাছে থাকলে ,তার হাত ধরে একবারের জন্য আকাশভরা আলোয় সর্ষেফুলের মাঠ পেরোতে পারলে আর কখনো কোনো অসুস্থতা পীড়িত করবেনা ----- রহস্যময় অনুভব বটে।
কিন্তু মানুষ ভাবতে ভালবাসে। এভাবেই ভাবতে ভালবাসে। অনেক বড় ব্যাথা পেয়েও কেন যেন মানুষ একই ভুল বারবার করে।
মানুষ বোঝেনা ওই দারুন মায়াবী হলদে ক্ষেত টা পেরিয়ে গেলেই সব রহস্যের সমাপ্তি।
তাই খুব তাড়াহুড়া না করে যত ধীরে মাঠটা পেরুনোর কারুকাজ করা যায় ততই ভালবাসার জয়।
Ki vabe ato sound Kore likhte paran?
উত্তরমুছুনoi gaan ta mone pore " tujhe dekha to ye jaana snm" , amr mone hoi ei cenema ta dekhar por thekei shorshe khet a ghureberanor ek ta trend chole eseche, we ppl love to fall in love, to be cheated, recovered and again to b in love .. jibon tai ek ta maya infact sobar e valo lage mayajale ghorpaak khete, lil filmy hote kintu bhaloi lage , ki bolo, bt yes, I do agree wit u dt ppl must know wer to draw d line .. and again thnx to u for ur constructive write up ...
উত্তরমুছুনValobasa hochha tandar somoy aguna hath pohanor moto. agunar basi kacha hath nia gala thaper kosto, abar hath basi dura nila tandar kosto. soman thapa hath pohano anek kotin. basi valobasla-o kosto abar dhura galo-o kosto. asala amara annaka valobashi nijar valobasa-r shuk paowar janna. r sata na pala kosto suru hoi. annaka shuk dabar janna Jodi valobasata para jato thahola hoito valobasar eto kosto thakto na. r valobasar modhy control thaka ta khub darker....
উত্তরমুছুনVery well written Annee...I agree with u.....
aseem
onek thanx to shaoli,Aseem and Tanwir
উত্তরমুছুনYOU WRITING IS VERY NICE. IT'S TRUE AND YET HAPPENS TO MEN. WHAT CAN YOU DO. THAT'S LIFE. .........
উত্তরমুছুন