সোমবার, ২০ জানুয়ারী, ২০১৪

REST IN PEACE KHALED KHAN.........................


প্রায়ই বারান্দা থেকে দেখি।লোকটা ড্রাইভার।প্রাইভেট কার চালায়।এত যত্ন নিয়ে গাড়ীটা মোছে।ধোয়।পরিষ্কার করে।ওর নিজের গাড়ী নয়।কিন্ত্ত সুন্দর একটা ভালোবাসার সম্পর্ক ওদের।ওর কাজে একটু ফাঁকি ও দিতেই পারে।কেউ বুঝবেনা।কিছু যায় আসেওনা।কিন্ত্ত সে কাজটা করে অদ্ভুত মমতায়।একেই বোধ হয় বলে 'Performing from the core of heart' .
আমার এইরকম মানুষগুলোকে খুব ভালো লাগে।ওদের সবকটা কাজের মাঝেই অদ্ভুত একটা perfection আনার প্রচেষ্টা।
আরো একজনকে দেখেছি।আমাদের make up artist ।খুব মজার।দারুন সাজায়।ওর কাছে make up নেবার জন্যে আমরা প্রায় সবাই ভীষণ আগ্রহী থাকি।কিন্ত্ত খুব মজার ব্যাপার হল ও চাইলেই একটু হেলাফেলা করে কাজটা করতে পারে।কিন্ত্ত ও করেনা।ও যখন সাজায় মনের মাধুরী দিয়ে সাজায়।যেকোনো মুখশ্রীকে সুন্দর করে তোলার প্রানান্তকর প্রচেষ্টা।
আচ্ছা?এগুলোইকি কাজের প্রতি শ্রদ্ধাবোধ?
আমার খুব শিখতে ইচ্ছে করে ওদের কাছ থেকে।এই ছোটখাটো মানুষগুলোর কাছ থেকে।ওদের প্রাপ্তির তেমন কিছু নেই তবু কি অদ্ভুত একটা স্বভাব।
Perfection....Perfection....Perfection....
দারুন না?????????
আমি আজ এখানে কোনো বিশাল ব্যক্তিত্যের কথা না লিখেই শেষ করতে চেয়েছিলাম। কারণ উনারাতো perfect বলেই বিশাল।
কাল চলে গেলেন আমার চিরকালের Magician খালেদ খান(উনার নামের পাশে কোন বিশেষণের প্রয়োজন আছে কি?)একজন বিরাট perfectionist....সেই ছোটবেলা থেকে যার অভিনয় দেখে বুঝতে পারিনি উনি কি আমারি কেউ না কোনো চরিত্র!!!!!
সব মৃত্যুই কষ্টের।কিন্তু এগুলো মৃত্যু নয়,একজন Perfect Magician এর হঠাৎ উধাও হয়ে যাওয়া॥॥॥

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন