সোমবার, ২০ জানুয়ারী, ২০১৪

বারো রকমের মানুষ

এক মানুষের কত রূপ!!!অনেক বছর আগে একটা নাটক দেখেছিলাম,'বারো রকমের মানুষ'।তখন নাটকটার ঠিক মর্মার্থ ধরতে পারিনি।
এখন শুধু মনে হয় বারো রকমের নয়,বারো কোটি রকমের মানুষ!!!!!!!!!!
আচ্ছা রঙতো বদলায় গিরগিটি;মানুষতো মানুষ।সৃষ্টির নাকি সেরা জীব!!!মানুষ তবে কেনো রঙ বদলায়?গিরগিটি রঙ বদলায় সময় আর প্রতিরক্ষার প্রয়োজনে।মানুষ ও কি তবে তাই?তবে কেনো শুধু একাই গিরগিটির দুর্নাম হবে?গিরগিটির নামের পাশে মানুষ শব্দটিও লেখা হোক॥॥
এতক্ষণ লেখার পর হঠাৎ মনে হলো লেখাটাকে পাল্টে দিই।
মানুষ পাল্টাক॥॥॥
মানুষ পাল্টাক সময়ের প্রয়োজনে।তবে বিচ্ছিরিভাবে নয় সুন্দরভাবে।কাউকে কষ্ট দেবার জন্যে নয়।বরং সুন্দর কিছু সৃষ্টির জন্যে।মানুষ পাল্টাক॥॥॥

1 টি মন্তব্য:

  1. Aajke girgiti noi, projapoti niye boli ?? J chobi ta tumi dile setai to 1 ta notun unmadonar jonmo dai, Ga ghinghin kora Shuopoka theke Mon bhalo korra Rong Beronger Projapoti .. Ki sundor transformation .. Amra manush rao kintu pari jano projapoti hote .. Girgiti howa ta to khub aapekkhik .. Notun bochor asche, amra chailei kintu Projapotir moto pakhna mele charidik etoi sundor korte parij girgiti k tar rong paltanor dorkar e porbe na , ki bolo, Farzana Karim , apu??

    উত্তরমুছুন