মাত্র হলতো বাচ্চাটা।এত
অস্থিরতা কেনো?ছেলে না মেয়ে!একটা হলেই হলতো।নাকি?এই হল শুরু।
অপেক্ষার॥॥॥
ছেলে?না মেয়ে।ছেলে
হলেতো মেয়ের জন্য অবশ্য আর তেমন অপেক্ষা নেই।ওখানে একটু ক্ষমা আছে।মেয়ে হলতো ঠিক
ঐ মূহুর্ত থেকে পরবর্তী নতুন জন্মটির অপেক্ষা।এই নিয়ে সবাই জানে।নতুন করে আর কিই বা
লিখি।
আমার প্রসঙ্গ
অন্যতো।
কখন বড় হবে সন্তানটি?কখন
বসবে,হাঁটবে,কথা বলতে শুরু করবে,কাকে কি ডাকবে?
অপেক্ষা।
এমন করে গড়াচ্ছে
সময়।এবার স্কুল।একটা ভালো স্কুল।টিকবেতো?অনেক প্রতিযোগিতা যে।
অপেক্ষা..........
ভালো স্কুল হল
কি হলোনা।হলে আবার অপেক্ষা, ক্লাসগুলো ভালোভাবে পাড়ি কখন দেবে?মন্দ স্কুল(আসলে মন্দ
বলে কোনো স্কুল থাকতে পারেনা),অখ্যাত স্কুল হলে ওখান থেকে বাচ্চাটাকে বড় করা একটু
ভালোভাবে,সেতো আরো দুঃসহ অপেক্ষা।
SSC,HSC,এসবের
অপেক্ষা লিখতে গেলে বই হয়ে যাবে।বলি ডাক্তার না ইঞ্জিনীয়ার না আরো বিশাল কিছু???কি
হবে আমার সন্তান?কোথায় টিকবে?অপেক্ষা............
টিকে গেলো ভালো
জায়গায়।অপেক্ষার কিন্ত্ত শেষ নয়।।ঠিকঠাক পাশ করে বেরুবেতো সময়তো?আর না টিকেছেতো
সে অন্যরকম যন্ত্রণাময় অপেক্ষা।নাইবা লিখলাম।
আবারো অপেক্ষা
মায়ের পায়ে ফুলাঞ্জলী।
পাশ করে বেরিয়ে
গেছে।চাকরী পাবেতো ঠিকঠাক?বেকার ঘুরে বেড়াবেনাতো?চাকরী পেলোতো ভালো একটা, তো ভালো।না
পেলোতো----কি লিখি বলোতো???
এবার এই চাকরীতে
প্রমোশন,উন্নতি।
অপেক্ষার পূজার
কোনো শেষ নেই।
সব হয়তো সুন্দরমতন
হচ্ছে,এবার জীবনসংগী বাছাইয়ের পালা।জুটবেতো ঠিকঠাক?হায়রে অপেক্ষা............
সংসারের শুরু।শ্বশুড়বাড়ীতে
সম্রাজ্ঞী অথবা সম্রাটরূপে পরিণত হবার সময়টা কখন?শাশুড়ী,ননদের মন কবে কখন পাবো?
অপেক্ষা.....
এভাবেই বয়সটা
বাড়ছে কিনত্ত।
ঐ যে যেখান থেকে
লেখাটা শুরু করেছি,ওসব ঘটনা ঘটছে।ধীরে ধীরে বয়সটা একটা পর্যায়ে আসলো।কারোর ঠিকানা
বৃদ্ধাশ্রম,কেউবা দমবন্ধ করে মৃত্যুর অপেক্ষায়।
বৃদ্ধাশ্রমেও
অপেক্ষা কবে দেখতে আসবে আমায়।
এখানেও অপেক্ষা
একদিন বউটা ঠিক বুঝে নেবে --আমি খুব একটা খারাপ ছিলামনা।হয়তো আমি মরে গেলে বুঝবে।
এই বোঝা আর না
বোঝাতেই একদিন মৃত্যু এসে কানে কানে বললো---এখনই সময়।
বললাম:মৃত্যু
তুমি ফিরে যাও।আমি যাবোনা।আমি আরেকটু অপেক্ষা করতে চাই।দেখি কি হয়!
এর মাঝে আরো কত
শত রকমের অপেক্ষার কথাতো লেখাই হয়নি।অসুস্থ মানুষের সুস্থ হবার অপেক্ষা।পরবাসীর ফেরার
অপেক্ষা।ভুল ভাঙার অপেক্ষা।ভালোবাসা ফিরে পাবার অপেক্ষা।প্রতিশোধের অপেক্ষা।কত রকমের
বাহারি অপেক্ষা।লিখতে গেলে শেষ হবে কি?অস্থির অস্থির লাগে।
মৃত্যু আর মানেনা।সত্যি
করেই হঠাৎ হাজির।
বলে: "আরতো
সময় নেই।এবার যেতেই হবে তোমার"
তবুও মিনতি:আরেকটু.......
মৃত্যু বলে:
"চল যাই।ওপারে গিয়েও অপেক্ষা করতে পারবে।"
: "যেমন?"
মৃত্যু হেসে বলে:"স্বর্গে
যাবে না নরকে তার সিদ্ধান্তের অপেক্ষা।
হায়রে অপেক্ষা॥॥॥এখানেই ভেবেছিলাম Life is nothing but Waiting............
তোমরা হয়তো ভাবছো
ছবির মানুষটার সাথে লেখাটার কোথায় কি????
কি জানোতো?আমার
শুধু জানতে ইচ্ছে করে এই মানবী কিসের অপেক্ষায় ছিলেন???ক্ষমতার চরম শিখরে উঠে কে কবে
ক্ষমতা ছেড়েছে?আমার জানা নেই।
কিন্ত্ত সফলতার
চরমে উঠে এই ছবির মানবীকে আমি উধাও হতে দেখেছি।এই একটা জায়গায় এসে আর হিসেব মেলাতে
পারিনা।শুধু প্রশ্ন মনে ঘুরতে থাকে এই মানবীর কিছু একটাতো অপেক্ষা ছিলই।ভীষণ বুদ্ধিমতী
যে,বিচক্ষণা।কি তবে সেটা?ভাবতে ভাবতে ভারী অদ্ভুত এক ভাবনা আসে মনে।
তিনি অপেক্ষায়
ছিলেন হয়তো কোন মানুষ তাঁর বৃদ্ধ কুচকানো রূপ না দেখুক।তিনি আমৃত্যু আমার,আমার বাবার,আমার
ভাইয়ের এমনকি আমার ছেলেটার কাছেও কিংবদন্তি অপরূপা নায়িকা হয়ে থেকে যেতে চেয়েছেন……..
নিশ্চয়ই.........
কোনো না কোনো
অপেক্ষাতো ছিলই।
ভারী সুন্দর অপেক্ষা।পৃথিবী
এমন মানুষ একবারই পায় বুঝি?????
AAjke moha nayeka chole gelen, odbhut bhabe deklam j aamar khub 1 ta kharap laagche na, Borong beshi koshto peyechilam Rituporno Ghosh er mrityu te .. mone hocchhe uni next projonmo k ki shikhiye diye gechen?? Pordar pechone oporupa theke gechen kintu r ek jon oporupa toiri korte perechen ki ?? janina, eta amar ekantoi nijoswa onubhuti .. Amio opekkhhai achi jokhon Suchitra Sen der moti legend ra pordar samne ba pechone theke Bangla Culture ta ke bachabe .. r opekkhhai achi tomar aro shundor Shundor lekhar ..
উত্তরমুছুন