আঁধার রাতে
হঠাত জেগে
আপন মনে ভাবি ,
আজকে মাকে দৃষ্টি দেবো
প্রদীপ দিয়ে আঁকি।
বারে বারে জ্বালছি প্রদীপ
নিভছে ততবার।
ঝড়ো হাওয়া বইছে কেনো
এমন চারিধার ?
যতবারই চোখের তারায়
জ্বালতে গেছি আলো
ততবারই রাত্রি হলো
আঁধার নেমে এলো।
ইচ্ছে করে
একটি বারে
একটি প্রানের ছোঁয়া
একটুখানি
জাগিয়ে তুলি
জগৎ রূপী মায়া।
একটিবার প্রাণ পেলে তুই
আর যাবিনা ছেড়ে।
ভুবন জুড়ে দুঃখ ব্যাথা
সবই নিবি কেড়ে।
মূর্তি বানাই
মূর্তি বানাই
মূর্তি কারিগর
মূর্তি হয়ে থাকিসনা তুই
এবার কিছু কর।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন