শুক্রবার, ২৪ অক্টোবর, ২০১৪

ফিরে আয়





ঝকঝক সাদা রোদ
ব্যালকনী ভরপুর
মেঘেদের ছুটি আজ
প্রজাপতি ঘুরঘুর।

পাতাগুলো চকচক
যেন সুখে উড়ছে ,
সবুজের ডানা মেলে
কি যে কথা কইছে।

পাখিসব অস্থির
কিচিমিচি কলোরব
খড়কুটো নিয়ে মুখে
বাড়ী ফেরা উত্সব।

দূর থেকে নীল নীল
আকাশ টা সাজছে ,
আর কোনো রং নেই
নীল সুখে মাতছে।

মৃদু বায়ূ শনশন
ভেজা চুল ছুঁয়ে যায় ,
তৃষিত চক্ষু বলে
আয় তুই ফিরে আয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন