বুধবার, ২২ অক্টোবর, ২০১৪

পাহাড় নীড়ে

রইলি পড়ে পাহাড়টাতে  ,
আমায় ছাড়া  একলা পাখি
সুবাস পেলি বুনোফুলের ?
বেতফল আর চালতা নাকি ?

সূর্যডোবা দেখলি বুঝি
দুই পাহাড়ের মাঝখানেতে ?
মেঘের সাথে জমলো খেলা
রৌদ্র আলো আর ছায়াতে ?

শিশির  পায়ে জড়িয়ে নিয়ে
লালচে মাটির স্পর্শ পেলি ?
মৌমাছি আর প্রজাপতির
ডানায় চড়ে বেড়িয়ে এলি ?

এইখানে মোর যন্ত্রজীবন
ইট ,পাথর আর কাঠের ভীড়ে ,
ভাবছি বুঝি ভুলেই গেছিস
ভালোই আছিস পাহাড় নীড়ে।
 
রাত্রি সেথা কত্ত নিঝুম ?
তারার সাথে হয়কি কথা ?
মিষ্টি হাওয়া ছুঁয়ে গেলেই
বুকের গভীর হয়কি ব্যাথা ?

আধেক ঘুমে একটুখানি
স্বপ্ন দেখে কষ্ট কি হয় ?
অপেক্ষাতে গুনছি প্রহর
কাটছেনা যে আর তো সময়। 




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন