কন্যার কালো কেশ মেঘেদের মতো
জলেতে ছড়াইয়া যেনো নাও শত শত।
সূর্যের তেজ যেনো কন্যার রঙ
চাঁদ তারা সকলে যে হারায় তখন।
কন্যার চোখ দুটো সমুদ্র ছাড়ায়
ছলছল কি যে কথা ঢেউ এ তে গড়ায়।
হাসিতে মুক্ত নয় ফুল ঝরে পড়ে
মিষ্টি সুবাসে মন কোথা যায় উড়ে।
বক্ষ তো নয় যেন জোড়া কবুতর।
না জানি কি কথা আছে লুকায়ে ভিতর।
কন্যার হাত দুটো বৃক্ষের পাতা।
সবুজ গন্ধ যেনো আছে তাতে মাখা।
কলসীর জল যেনো মানেনা বারণ
নিতম্ব ছুঁইয়া তারে করিবে ধারণ।
কন্যা হাঁটিয়া যায় নূপুরের সুরে
ধূলো মাখা উঠোনেতে স্বর্ণচাঁপা ঝরে।
কন্যার চুলের সিঁথী যেন কোনো পথ
হারাইবো সেই পথে করিনু শপথ।
জলেতে ছড়াইয়া যেনো নাও শত শত।
সূর্যের তেজ যেনো কন্যার রঙ
চাঁদ তারা সকলে যে হারায় তখন।
কন্যার চোখ দুটো সমুদ্র ছাড়ায়
ছলছল কি যে কথা ঢেউ এ তে গড়ায়।
হাসিতে মুক্ত নয় ফুল ঝরে পড়ে
মিষ্টি সুবাসে মন কোথা যায় উড়ে।
বক্ষ তো নয় যেন জোড়া কবুতর।
না জানি কি কথা আছে লুকায়ে ভিতর।
কন্যার হাত দুটো বৃক্ষের পাতা।
সবুজ গন্ধ যেনো আছে তাতে মাখা।
কলসীর জল যেনো মানেনা বারণ
নিতম্ব ছুঁইয়া তারে করিবে ধারণ।
কন্যা হাঁটিয়া যায় নূপুরের সুরে
ধূলো মাখা উঠোনেতে স্বর্ণচাঁপা ঝরে।
কন্যার চুলের সিঁথী যেন কোনো পথ
হারাইবো সেই পথে করিনু শপথ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন