শুক্রবার, ২৪ অক্টোবর, ২০১৪

ফুলের নূপুর



ভাবছো কি গো মিষ্টি মেয়ে ,
উঠবে আমার নায় ?
শিউলী দেবো ,বকুল দেবো ,
যখন যে ফুল পাই।

রাত্রি হলে সুবাস পাবে
চাও কি তেমন ফুল ?
কামিনী আর গন্ধরাজে
ভরিয়ে দেবো চুল।

সন্ধ্যামণি রং ছড়াবে
তোমার সিঁথির পর
ঝিঙে ফুলের হলদে রঙে
রাত্রি হবে ভোর।

কৃষ্ণচূড়া আর সোনালু
রাঙিয়ে দেবে পথ
রক্তজবার রাখী হাতে
করবে কি শপথ ?

ফুলের নূপুর  সাজিয়ে পায়ে
আসবে কি মোর ঘরে ?
সকল রঙে রঙিন বাসর
সাজবে তোমার তরে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন