হঠাত অকারণে পেয়ে যাই যদি তোমায়
সর্ষে মাঠের হলুদে ,
অথবা ইউকালিপ্টাসের হালকা ছায়ায় ,
নরম নরম বাঁশ বনের মায়ায় ,
অথবা কোনো শালিকের ছোট্ট বাড়ীটায়
পেয়ে যাই যদি তোমায় ?
হঠাত কোনো মেঠো পথে ,
অথবা ঝাউ এর বনে ?
চাঁদ যেথা মাঝরাতে লুকোচুরি খেলে পাতার পেছনে ?
পেয়ে যাই যদি তোমায় ?
জামের মুকুলের লাল রঙে ,
কিংবা কচুরিপানার শ্যেওলা সবুজের আলিঙ্গনে ?
যদি ঘাসফড়িং হয়ে থেকে যাও তুমি
অথবা মাছরাঙ্গা?
ধর হঠাত তোমায় পেয়ে যাই যদি কোনো কুয়াশায়
শিশিরের স্ফটিকে ?
নক্ষত্রের কোনো একলা রাতে
অথবা জোনাকির বিচ্ছুরিত আলোয় ?
আমি আর পিছু ফিরে চাহিবোনা
করিবোনা সময় ক্ষেপন আর কোনো আশ্রয় খুঁজিবার,
করিবোনা সময় ক্ষেপন তোমারে আবার আবার হারাতে দেবার
একবার শুধু একবার যদি
পেয়ে যাই তোমায়
আমি ওই হাতের মুঠোয় এনে দেবো গভীর হাওয়ার রাত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন