তোমায় হারানোর পর থেকে আমার একটা অদ্ভুত সমস্যা শুরু হলো।আমি খুব প্রবল ভাবে বন্ধুহীন হয়ে পড়লাম।এত্তগুলো বছর আমি একটুও বুঝতে পাইনি কি ভয়ঙ্কর রকমের তুমি বৃত্তের ভেতর আবদ্ধ ছিলাম।অদ্ভুত কি জানো ?আমি জীবনে একবারো আমার হারিয়ে যাবার কথা ভেবেছি অথচ তুমি হারাতে পারো একথা আমি দুঃস্বপ্নেও ভাবিনি।আমি না থাকলে আমার পাখি গুলোকে কে দেখবে এই নিয়ে কতনা কথা তোমার সাথে। কতনা বকুনি খাওয়া। আশ্চর্য !একটা বারো ভাবিনি তোমার একটা পাখি আছে। সেই পাখিটা তোমায় ছাড়া আজো একটা বন্ধু পর্যন্ত বানাতে শেখেনি। সেই পাখির কি অদ্ভুত দুঃসহ জীবন হয়ে যেতে পারে আমি ভাবিনি। আমি ভাবিনি কেন?কেন ভাবিনি ?
মাঝেমাঝে কিছু অদ্ভুত প্রশ্নের মুখোমুখি পড়তে হয়। কে আপনার প্রথম প্রেম ?যখন তুমি ছিলে এই প্রশ্নের একটা সহজ উত্তর ছিলো। যার সাথে প্রেম করেছি ,যাকে বিয়ে করেছি সেই। সেইতো আমার প্রথম প্রেম। আর কে হবে ?সেদিন নিজেই নিজেকে প্রশ্ন টা করলাম। নিজেকে নিজেই বললাম :'ওই অদ্ভুত মায়াবী নারী আমার প্রথম প্রেম।যার অনুপস্থিতি আজো তার উপস্থিতিকে এতোটুকু ম্লান করতে পারেনি।'
আচ্ছা ,আমিকি একপ্রকার প্রেম করেছি তোমার সাথে ?তুমি এতোটা স্বার্থপর কেনো ছিলে ?কেনো তোমার মুখের মতো আর একটা মুখ ও কোথাও নেই ?কেনো নেই ওই মোহিনী সুবাস ?কেনো এমন দুটো হাত কারোর নেই যেই হাতে সবুজ পাতার সবুজ গন্ধ পাওয়া যায় ?কেনো অমন বিশাল বৃক্ষের মতন একটা ছায়াভরা আশ্রয় নেই আর কারোর কাছে?
কেনো অমন দীঘির মতন কালো চোখ নেই কারোর যে চোখের দিকে চাইলেই মুহুর্তেই স্বপ্নেরা আবার বাসা বাঁধে বুকে ?
সবকিছু একসাথে নিয়ে চলে গেলে ?আর আমায় কি ভীষণ অসুবিধায় ফেললে জানো ?আমি আজকাল কেবল বন্ধু খুঁজে বেড়াই।হঠাত কারোর মাঝে অদ্ভুত কিছু মিল খুঁজে পেয়ে যেইনা ছুঁতে যাই.....................
আমি জানি মায়েরা মায়েদের মতন। মায়েদের মতন কেও হয়না। তবু আমি আশ্রয় খুঁজি। তবু আমি তোমায় খুঁজি।খুঁজতে খুঁজতে দুদিন বা তিন দিন কেমন একটা আশ্চর্য সময় কাটে।কিছু মানুষ এর কাছে যেতে নিয়ে কখনো মনে হয় ওই মানুষ টাকে তুমি আমার জন্যে পাঠিয়েছো।ওই ভেবে যেইনা একটু কাছে যাওয়া। অমনি সব স্বপ্নের ধুলোর মতন উড়ে যাওয়া। এসব ছাইপাশ করতে করতে কোনো মাসের ৩০ তারিখ আসে। কোনো মাসে আসে ৩১ তারিখ।
আমার সময় কেটে যায় মা। আমার সময় কেটে যায়।তোমায় খুঁজতে খুঁজতে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন