রবিবার, ৫ অক্টোবর, ২০১৪

অসময়



পারুলের  নীলচে শাদা  ফুলে ছেঁয়ে আছে পথ টা
খুব বেশি তীব্র নয়
নেশায় ভরা হালকা সুবাস।
মাঝেমাঝে মনে হয়
এখানে ,ঠিক এখানটাতেই
যদি দেখা হতো ?
যাওয়া হতনা তোর্ আর আমায় ছেড়ে।
পারুল তোকে ফিরিয়ে আনতো
ঠিক আমার কাছে।

এইতো দীঘিটা ,
খুব বেশী বড় নয় কিন্তু।
রুপোলি হাঁস গুলো সব কোথায় ছিলো সেদিন ?
পৌষের কাছাকাছি সময়টা ছিলোনা তো ?
ছিলোনা পরিযায়ী পাখিদের আসবার দিন।
নয়তো এমন দীঘি ছেড়ে
যাওয়া হত কি তোর্ ?
অন্তত দীঘির জন্যে ?

অধীর বাতাসের দিন ছিলোনা সেদিন
ছেঁড়া ছেঁড়া কালো মেঘ এসে
ঢেকে যায় আকাশ।
চারিদিক ফোঁপায় ছোট্ট শিশুর মতন
এই বুঝি ঝরে পড়বে কান্না।
আকাশের বুক চিরে। 
ছিলোনা তো সেদিন টি তেমন।
নয়তো অমন বৃষ্টির আলিঙ্গন ছেড়ে
যাওয়া হতো কি তোর্ ?

বড় বেশী অসময়ে বললি বিদায়।
সময়টা পৌষের ছিলনা
না ছিলো অঘ্রানের
ছিলোনা রঙিন ফাগুনের ও
অথবা শ্রাবন কদমের
সময়টা কিছুতেই
শিশিরের আশ্বিন ছিলনাতো।
আসলে সময় টা বড্ড অসময় ছিলো।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন